২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

এমবাপ্পেকে ‘বিশ্রাম দিতে’ বলেছিল রিয়াল, শোনেননি দেশম

লা লিগায় এখনো গোল পাননি এমবাপ্পেএএফপি

রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় শুরুটা ভালো হলো না কিলিয়ান এমবাপ্পের। প্রথম তিন ম্যাচে গোলের দেখা পাননি এই ফরাসি ফরোয়ার্ড। এমবাপ্পে গোল না পাওয়ার প্রভাব পড়েছে রিয়ালের সামগ্রিক পারফরম্যান্সেও।

প্রথম তিন ম্যাচের দুটিতেই ড্র করেছে রিয়াল এবং জিতেছে এক ম্যাচে। এই তিন ম্যাচে পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখেও পড়েছেন এমবাপ্পে। তবে এর মধ্যে রিয়াল আরও বিপাকে পড়েছে এমবাপ্পেকে দিদিয়ের দেশম তাঁর নেশনস লিগের দলে ডাকায়।

আরও পড়ুন

এর আগে শোনা যাচ্ছিল, রিয়াল নাকি ফ্রান্স দলের কাছে এমবাপ্পেকে সেপ্টেম্বরের নেশনস লিগের ম্যাচে বিশ্রাম দিতে বলেছিল। মূলত কদিন আগে হওয়া ইউরোর ব্যস্ততা এবং সামনে থাকা ঠাসা সূচির কারণেই এই আবেদন করেছিল মাদ্রিদের ক্লাবটি; কিন্তু রিয়ালের সেই আবেদনে সাড়া দেননি দেশম। এমবাপ্পেকে রেখেই ঘোষণা করেছেন নেশনস লিগের ফ্রান্স দল।

এদিকে দেশম অবশ্য জানিয়েছেন, এমবাপ্পের সঙ্গে কথা বলেই নাকি তাঁকে দলে রেখেছেন। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপের সময় দেশম বলেছেন, ‘আমি জানি না আপনারা এসব তথ্য কোথা থেকে পান। আমি কিলিয়ানের (এমবাপ্পে) সঙ্গে কথা বলেছি। আমি যা বলতে পারি তা হলো, এখানে ক্যালেন্ডারজনিত সমস্যা সব সময় থাকবে। এখন চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাট, বিশেষ করে এত বড় একটা প্রতিযোগিতার পর। এখানে আসলে প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ নেই। জুন থেকে শুরু হওয়া এই মৌসুম অনেক লম্বা। কোচদের এখন খেলোয়াড়দের হিসাব করে খেলাতে হবে।’

এরপর এমবাপ্পেকে নিয়ে দেশম আরও বলেন, ‘ভিন্ন ভিন্ন খেলোয়াড়দের সঙ্গে নতুন ক্লাবের হয়ে কেবলই তিনটি ম্যাচ খেলেছে সে। এখন একটা স্বতঃস্ফূর্ত মিথস্ক্রিয়া খুঁজে পেতে হবে। আমি তাকে ভালো অবস্থাতেই দেখছি। সে অনেক গোল করবে। সে নিজের পছন্দেই সেখানে গেছে। সেখানে ভালো কিছু করার মতো সবকিছু তার মধ্যে আছে।’

আরও পড়ুন

ফ্রান্স জাতীয় দলে যোগ দেওয়ার আগে এমবাপ্পে রিয়ালের হয়ে আরেকটি ম্যাচ খেলবে। আগামী রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল বেতিসের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। এরপর ৬ সেপ্টেম্বর রাতে নেশনস লিগের ম্যাচে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। ৯ সেপ্টেম্বর অন্য ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ বেলজিয়াম।