লাল কার্ড ও পিএসজির হারে দুয়ো মেসি–এমবাপ্পেদের
পার্ক দে প্রিন্সেস পিএসজির ‘ঘর’। সেই ঘরে লঁরিয়ার বিপক্ষে ৩-১ গোলে হারের পর লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা যখন মাঠ ছাড়ছিলেন পিএসজির সমর্থকেরা চুপ থাকবেন কেন! তারা দুয়ো দিয়েছেন নিজের দলের খেলোয়াড়দেরই।
হারের সঙ্গে দুয়ো ছাড়াও আরও একটি অনাকাঙ্ক্ষিত ‘বস্তু’ কপালে জুটেছে পিএসজির খেলোয়াড়দের। লাল কার্ড! ম্যাচের ২০ মিনিটে আশরাফ হাকিমি দ্বিতীয় হলুদ কার্ড দেখায় ১০ জনে পরিণত হয়েছিল ক্রিস্তোফ গালতিয়ের দল। সব মিলিয়ে ভুলে যাওয়ার মতো এক ম্যাচই খেলল পিএসজি।
হাকিমি মাঠ ছাড়ার আগেই ১-০ গোলে পিছিয়ে পড়েছিল পিএসজি। দুর্দান্তভাবে পাসের আদান-প্রদান করে পিএসজির বক্সে বল নিয়ে রোমিয়ান ফেইভ্রে পাস দেন লঁরিয়ে মিডফিল্ডার এনজো লে ফিকে। গোল করতে ভুল করেননি ফি।
এর ৫ মিনিট পরই ডারলিন ইয়োঙ্গাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজি রাইটব্যাক হাকিমি। ২৯ মিনিটে লঁরিয়া গোলকিপার ইভোন এমভোগোর অবিশ্বাস্য ভুল থেকে গোল করেন এমবাপ্পে। বল কুড়িয়ে কিক নিতে গিয়ে বিস্ময়করভাবে এমবাপ্পের পাশে ছুঁড়ে দেন এমভোগো। গোল করতে ভুল হয়নি ফরাসি তারকার।
তবে পিএসজি তাঁর গোলে সমতায় ফিরলেও ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে পারেনি। ৩৯ মিনিটে ইয়োঙ্গার গোলে আবারও পিছিয়ে পড়ে গালতিয়েরের দল। ৮৮ মিনিটে লঁরিয়ার বাম্বা ডিয়েং পিএসজির জালে শেষ গোলটি করার আগেও একবার সুযোগ পেয়েছিলেন। অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
২০২৩ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ৯ ম্যাচে হারল পিএসজি। তবে লিগ আঁ-তে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে ফরাসি ক্লাবটি। ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই।