পেরেজকে খেপিয়ে ভিনিসিয়ুস কি নিজের বিপদ ডেকে আনছেন

রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রভিনির ইনস্টাগ্রাম হ্যান্ডল

টাকার থলে হাতে ফুটবলের দলবদলে হিসাব-নিকাশ বদলে দিয়েছে সৌদি আরব। একের পর এক তারকা ফুটবলারদের দলে টেনে গত দুই বছরে ইউরোপিয়ান ফুটবলকে ব্যাপকভাবে ধাক্কা দিয়েছে তারা। এবার তাদের চোখ ভিনিসিয়ুস জুনিয়রের ওপর। ফিফা বর্ষসেরা পুরস্কার জেতা ভিনিসিয়ুস নিঃসন্দেহে এ সময়ের সেরা তারকাদের অন্যতম।

রিয়াল মাদ্রিদের হয়ে নিজের সেরা সময় পার করতে থাকা ভিনিসিয়ুসের সামনে রয়েছে ব্যক্তিগত এবং দলগতভাবে আরও অনেক কিছু জেতার হাতছানি। তবে রিয়ালে ফুটবলীয় প্রাপ্তির বিপরীতে সৌদি আরবে তাঁর জন্য রয়েছে বিপুল অর্থ পাওয়ার সুযোগ। এমন পরিস্থিতিতে প্রতিদিনই তাঁর দলবদল নিয়ে আসছে নতুন সব তথ্য।

ফলে রিয়ালের সঙ্গে চুক্তির দুই বছরের বেশি সময় (ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত) বাকি থাকলেও এখনই জমে উঠেছে গুঞ্জন। নতুন তথ্য হচ্ছে, রিয়ালকে নাকি এরই মধ্যে প্রত্যাশিত বেতনের কথা জানিয়েছেন ভিনিসিয়ুসের প্রতিনিধিরা। যদিও এটিই একমাত্র খবর নয়।

আরও পড়ুন

অন্য একটি খবর বলছে, ভিনিসিয়ুস সৌদি আরবের দেওয়া প্রস্তাব নিয়ে সৌদির রাজপরিবারের সঙ্গে আলোচনা করেছেন। আর ব্রাজিলিয়ান খেলোয়াড়ের এই আলাপের খবর নাকি ক্ষুব্ধ করেছে রিয়াল কর্তৃপক্ষকে।

পর্তুগিজ সংবাদপত্র ‘এ বোলা’ জানিয়েছে, চুক্তির প্রস্তাব নিয়ে ভিনিসিয়ুস জুনিয়র এবং তাঁর প্রতিনিধিরা সৌদির রাজপরিবারের সঙ্গে একটি অনলাইন বৈঠক করেছেন। এ ভিডিও বৈঠকটি ভালোভাবে নেয়নি সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ
এএফপি

গত মাসে ইএসপিএন জানায়, ভিনিসিয়ুসকে পেতে পাঁচ বছরে প্রায় ১০০ কোটি ইউরো বা ১২ হাজার ৬৬৪ কোটি টাকার প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব। এই খবরের পরই মূলত নড়েচড়ে বসে রিয়াল কর্তৃপক্ষ। সাধারণত চুক্তির মেয়াদ শেষ হওয়ার দুই বছর আগে থেকে দর-কষাকষি শুরু করলেও এবার তারা একটু আগে থেকেই মেয়াদ বাড়ানোর আলাপ সামনে আনে। তবে রিয়ালের দেওয়া প্রথম প্রস্তাবটি ভিনিসিয়ুসের প্রতিনিধিরা গ্রহণ করেননি বলে জানায় একাধিক সংবাদমাধ্যম।

আরও পড়ুন

এর মধ্যে ভিনিসিয়ুস ও তাঁর কাছের লোকদের সঙ্গে সৌদি কর্তৃপক্ষের বৈঠকের খবর নতুন করে আগুনে ঘি ঢেলেছে। ১৫ মিনিটের এই বৈঠকে নাকি ভবিষ্যতে দুই পক্ষের সম্পর্ক কেমন হবে, বাণিজ্যিক চুক্তিগুলোর ধরন এবং নানা সুযোগ-সুবিধা নিয়ে আলাপ করেছে দুই পক্ষ। যেখানে সৌদি আরব নাকি ভিনিকে ২০৩৪ বিশ্বকাপের দূত হওয়া প্রস্তাবও দিয়েছে। ২০৩৪ বিশ্বকাপ সৌদি আরবে আয়োজন করা হবে।

শুধু রিয়াল কর্তৃপক্ষই নয়, সৌদি আরব নিয়ে ভিনির আগ্রহকে ভালো চোখে দেখছেন না ক্লাবটির সাবেক ফুটবলাররাও। সম্প্রতি এক আলাপে রিয়ালের সাবেক গোলরক্ষক পাকো বুয়ো বলেছেন, ‘রিয়ালে সে (ভিনিসিয়ুস) এত চেষ্টার পর এই পর্যায়ে এসেছে। আর এখন চার বছর পর সে চলে যাওয়ার কথা বলছে? এটা হয়তো ভালো চুক্তি পাওয়ার কৌশল। কিন্তু এটা ভুল, কারণ তুমি চাইলেই ফ্লোরেন্তিনোকে (পেরেজ) চ্যালেঞ্জ করতে পারো না।’

আরও পড়ুন

রিয়ালের সাবেক মিডফিল্ডার মিগুয়াল অ্যাঞ্জেল পর্তুগালও কথা বলেছেন ভিনিসিয়ুসের দলবদল নিয়ে। তিনি ভিনিকে সতর্ক করে বলেছেন, ‘তুমি যখন মাদ্রিদ ছাড়বে, তখন তুমি আগের খেলোয়াড়টি থাকবে না।’

একদিকে সৌদি আরবের সঙ্গে বৈঠকের খবর যেমন এসেছে, তেমনি রিয়াল কর্তৃপক্ষকে ভিনির প্রতিনিধিদের নতুন অর্থনৈতিক চাহিদার কথা জানানোর খবরও সামনে এসেছে। ইএসপিএন বলেছে, ২০২৭ সালের পর রিয়ালে থাকতে কেমন অর্থ চান, সেটি তাঁর প্রতিনিধিরা রিয়ালকে জানিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে মাদ্রিদের নির্বাহীদের সঙ্গে আলোচনা শুরু হওয়ার কথাও জানিয়েছে ইএসপিএন। পাশাপাশি সূত্র জানিয়েছে, ভিনিসিয়ুস এখন রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সন্নিকটে।

প্রথমবারের মতো ফিফা দ্য বেস্ট জিতেছেন ভিনিসিয়ুস জুনিয়র
এএফপি

এর আগে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-২ গোলে জেতার পর ভিনিসিয়ুস বলেছিলেন, ‘রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা শুরু করাটা সব সময় রোমাঞ্চকর। আমার ২০২৭ সাল পর্যন্ত চুক্তি আছে। কিন্তু আমি সব সময় এখানে লম্বা সময় ধরে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছি। যাতে আমি এখানে নতুন ইতিহাস লিখতে পারি।’

সব মিলিয়ে নানামুখী খবরে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ দলবদলের গুঞ্জন এখনই বেশ উত্তাপ ছড়াতে শুরু করেছে। এই উত্তাপ শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে গিয়ে থামে, সেটাই দেখার অপেক্ষা।