বড় জয়ে শুরু চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়ের, জিতেছে ডুয়েট ও জাহাঙ্গীরনগরও

এমন গোল উৎসব পাঁচবার করেছে গণ বিশ্ববিদ্যালয়তানভীর আহাম্মেদ

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ফাইনালে হারিয়ে গত বছর প্রথম ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল গণ বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্টের দ্বিতীয় আসরে আজ জয় দিয়ে শুরু করেছে চ্যাম্পিয়নরা।

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে ঢাকা অঞ্চলের চতুর্থ দিনের তৃতীয় ও শেষ ম্যাচে গণ বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়াতেই পারেনি বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। গণ বিশ্ববিদ্যালয় ম্যাচটা জিতেছে একতরফা খেলে, ৫-০ গোলে। এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বিজিএমইএ, ২০০৩ সালে সাফজয়ী বাংলাদেশ দলের ফুটবলার রোকনুজ্জামান কাঞ্চন এই দলটির কোচ।

গণ বিশ্ববিদ্যালয়ের ৫ গোল করেছেন ৫ খেলোয়াড়। পেনাল্টিতে প্রথম গোল করেন প্রিমিয়ার লিগের এবার ওয়ান্ডারার্সে নাম লেখানো সাইফ সামসুদ। ব্যবধান বাড়ান ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকা আবাহনীতে কাটানো স্ট্রাইকার ফয়সাল আহমেদ শীতল। পুলিশ ও শেখ রাসেলেও খেলেছেন তিনি। গণ বিশ্ববিদ্যালয়ের অন্য তিনটি গোল মোহাম্মদ সিফাত, হীরা ঘোষ ও কাফসাত টিউসের।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনির কাছ থেকে ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন গণ বিশ্ববিদ্যালয়ের ফয়সাল আহমেদ শীতল
প্রথম আলো

ম্যাচসেরা হয়েছেন ফয়সাল আহমেদ শীতল। তাঁর হাতে পুরস্কার তুলে দেন এই টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির প্রধান, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি ও ইস্পাহানি টি লিমিটেডের ট্রেড মার্কেটিং ম্যানেজার এস এম তৌফিকুল ইসলাম।

আরও পড়ুন

দিনের দ্বিতীয় ম্যাচে হারতে হারতে নাটকীয়ভাবে টাইব্রেকারে জিতেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। ১-১ শেষে ম্যাচটা গড়ায় টাইব্রেকারে। প্রথম ৫ শটে দুই দলই ৩টি করে গোল করে। সাডেন ডেথের প্রথম শটে ডুয়েট গোল করলেও ইস্টার্নের রাকিবুল হাসানের শট যায় বারের ওপর দিয়ে। ফলে জিতে যায় ডুয়েট। টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে টুর্নামেন্টের ‘এফ’ গ্রুপে ফাইনাল উঠেছে ডুয়েট। ২ ডিসেম্বর যেখানে তাদের প্রতিপক্ষ গণ বিশ্ববিদ্যালয়।

টাইব্রেকারে জয়ের পর ডুয়েটের উৎসব
প্রথম আলো

৫৩ মিনিটে পরিকল্পিত আক্রমণ থেকে ফরোয়ার্ড রেদোয়ান তন্ময়ের প্লেসিং জালে যেতেই উল্লাসে মেতে ওঠে ইস্টার্নের খেলোয়াড়–কর্মকর্তারা। ড্যাফোডিলের পাশে ইস্টার্নের ক্যাম্পাস। ফলে মাঠ, পরিবেশ সবই তাদের চেনা। কিন্তু শেষ রক্ষা হয়নি ইস্টার্নের। বিদায়ের শঙ্কায় কাঁপতে কাঁপতে অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় ডুয়েট। পেনাল্টি থেকে ১-১ করেন শিমন মিলন মুরমু। ম্যাচসেরাও হয়েছেন তিনি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন ইমতিয়াজ সুলতান জনি ও সুব্রত দেব।

আরও পড়ুন

দিনের প্রথম ম্যাচে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপক্ষে জাহাঙ্গীরনগরের জয়ের ব্যবধান ৩-০। জাহাঙ্গীরনগরের দুটি গোল করেন রাকিবুল হক। অন্য গোলটি ওয়াদুদ আহমেদের। আগের ম্যাচে ৬ গোল করা মাহমুদুল হাসান কিরণ প্রিমিয়ার লিগে ম্যাচ খেলতে রহমতগঞ্জের হয়ে খেলতে যাওয়ায় এদিন বিশ্ববিদ্যালয়ের জার্সিতে খেলতে পারেননি। তাঁকে ছাড়া সহজ জয়ই পেয়েছে জাহাঙ্গীরনগর।

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশকে ৩–০ গোলে হারিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রথম আলো

ম্যাচসেরা রাকিবুলের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির প্রধান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি ও ইস্পাহানি টি লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার সুব্রত দেব।

প্রথম দুই জয়ে ঢাকা অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে ‘ই’ গ্রুপের ফাইনালে উঠেছে টুর্নামেন্টের গতবারের সেমিফাইনালিস্ট জাহাঙ্গীরনগর। ২ ডিসেম্বর ‘ই’ গ্রুপের ফাইনালে জাহাঙ্গীরনগরের প্রতিপক্ষ গতবারের রানার্সআপ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

আরও পড়ুন