এখনই টানা চতুর্থ শিরোপা দেখছেন কিংস কোচ ব্রুজোন

বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোনফাইল ছবি

২০ ম্যাচের লিগে ১০ ম্যাচ শেষেই বলা যায় না কারা চ্যাম্পিয়ন হবে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝপথেই সম্ভাব্য চ্যাম্পিয়ন কারা, সেটা বোধ হয় অনুমানের বাইরে নয়। যদিও বাকি ১০ ম্যাচে অনেক কিছুই হতে পারে। শীর্ষে থাকা বসুন্ধরা কিংস তিনটি ম্যাচ হারলেই তো অগ্রগামিতা আর থাকে না। তবে কিংস যেভাবে এগোচ্ছে, মনে হয় না তারা পথ হারাবে। আজ কুমিল্লা স্টেডিয়ামে প্রবল প্রতিপক্ষ আবাহনী লিমিটেডকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস বরং আরও বেড়েছে কিংসের।

১০ ম্যাচে কিংসের পয়েন্ট ৩০। আবাহনীর ৯ ম্যাচে ১৮। পয়েন্ট তালিকায় চোখ রাখলে কিংসকে এখনই কেউ আগাম চ্যাম্পিয়ন ঘোষণা করে দিলে আবাহনী মনে হয় না আপত্তি করবে। আবাহনী কোচ মারিও লেমোস তো আজ  ম্যাচ শেষে বলেই দিয়েছেন, ‘আমাদের এখন দ্বিতীয় হওয়ার লড়াই-ই করতে হবে।’

আরও পড়ুন

তা কিংস কোচ অস্কার ব্রুজোন কী মনে করছেন? তিনি মনে করছেন কিংস চ্যাম্পিয়ন প্রায় হয়েই গেছে। ব্রুজোন আজ ম্যাচ শেষে বলেন, ‘সত্যি বলতে, আমি এখন শিরোপা দেখতে পাচ্ছি। আজকের এই ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আবাহনী আমাদের আটকাতে চেয়েছে। কিন্তু আমাদের আক্রমণভাগ ব্যবধান গড়ে দিয়েছে। দ্বিতীয় পর্বে কোনো অঘটন না ঘটলে আমরা টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জিততে চলেছি।’

আরও পড়ুন
প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বসুন্ধরা কিংস
ছবি: বাফুফে

বাড়িয়ে বলেননি কিংস কোচ। কিংস এখন শিরোপা সুবাস পাচ্ছে, বলাই যায়। টানা প্রিমিয়ার লিগ জিতলে স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ফুটবলে সেটা হবে এক রেকর্ড। এর আগে পঞ্চাশের দশকে ঢাকা ওয়ান্ডারার্স টানা ৫ বার লিগ জিতেছিল। এরপর আবাহনী ও মোহামেডান টানা তিনবার করে লিগ জিতেছে। পেশাদার ফুটবলে আবাহনী টানা তিনবার লিগ জিতেছে। সেই রেকর্ড ভাঙার পথে আজ অনেকটা এগিয়ে গেল দেশের সবচেয়ে ব্যয়বহুল ফুটবল দল বসুন্ধরা কিংস।

আরও পড়ুন