লিভারপুলের জয়ের পর সালাহকে নিয়ে সুসংবাদ দিলেন সোবোসলাই
অ্যানফিল্ডে ম্যাচের তখন ৩ মিনিটের খেলা চলছিল। কর্নার পেয়েছিল লিভারপুল। ট্রেন্ট আলেক্সান্ডার–আরনল্ডের কর্নারে মাথা ছোঁয়ানোর চেষ্টা করেন মোহাম্মদ সালাহ। অ্যাস্টন ভিলার ডিফেন্ডারেরাও সে চেষ্টা করে পারেননি।
বল বক্সে ড্রপ খেয়ে যখন বের হয়ে আসছিল, বাঁ দিকে ওত পেতে ছিলেন লিভারপুল মিডফিল্ডার দমিনিক সোবোসলাই। বক্সের ঠিক মাথা থেকে বাঁ পায়ের শট নেন। বলটা বুলেটের গতিতে জড়াল জালে। লিভারপুলের হয়ে সোবোসলাইয়ের প্রথম গোল, সেটাও মনের ফ্রেমে গেঁথে রাখার মতো!
২ মিনিট ৪৪ সেকেন্ডে সোবোসলাইয়ের গোলের পরই লিভারপুল সমর্থকেরা মোটামুটি বুঝে গিয়েছিলেন এই ম্যাচে আর যা–ই হোক, ইয়ুর্গেন ক্লপের দল হারবে না। প্রিমিয়ার লিগে সর্বশেষ যে ৮ ম্যাচে লিভারপুল আগে গোল করেছে, তার একটিতেও হারেনি। আর অ্যাস্টন ভিলা প্রিমিয়ার লিগে সর্বশেষ যে ৭ ম্যাচে আগে গোল হজম করেছে, তার একটিতেও জিততে পারেনি। শেষ পর্যন্ত এই ম্যাচেও তাই ঘটেছে।
২২ মিনিটে ভিলার ম্যাটি ক্যাশের আত্মঘাতী গোলের পর দ্বিতীয়ার্ধে গোল পেয়েছেন মোহাম্মদ সালাহও। ভিলার বিপক্ষে ৩–০ গোলের জয়ে নতুন মৌসুমে অপরাজিত যাত্রাও ধরে রাখল লিভারপুল।
তবে লিভারপুলের জয়ের ব্যবধান আরও বাড়তে পারত। তাদের স্ট্রাইকার দারউইন নুনিয়েজের দুটি শট ভিলার পোস্ট ও বারে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। সালাহর একটি শট দারুণ দক্ষতায় রুখেও দেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
গোটা ম্যাচেই দারুণ খেলার পাশাপাশি আরও কিছু সুযোগ তৈরি করেছিলেন সালাহ। দুর্দান্ত খেলে বুঝিয়ে দিয়েছেন, তাঁর জন্য সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদের ১৫ কোটি পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছে লিভারপুল। ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে মোট ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এল ক্লপের দল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
ম্যাচ শেষে সোবোসলাই লিভারপুল সমর্থকদের সুসংবাদ দিয়েছেন। জানিয়েছেন, সালাহ লিভারপুলেই থাকতে চান, ‘সে (সালাহ) থেকে যাওয়ায় আমরা খুব খুশি। অবশ্যই আমাদের মধ্যে কথা হয় এবং সে এখানেই থাকতে চায়। আমরা সত্যিই খুব খুশি। তার মতো খেলোয়াড়ই দলে প্রয়োজন।’