সান সিরোয় হবে না ২০২৭ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

ইতালির ঐতিহ্যবাহী স্টেডিয়াম সান সিরোরয়টার্স

২০২৭ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, তা নির্ধারণের প্রক্রিয়া নতুন করে শুরু করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। গত বছর মে মাসে ২০২৭ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু মিলানের সান সিরোর নাম ঘোষণা করেছিল উয়েফা। কিন্তু সান সিরোকে এই ফাইনাল আয়োজন থেকে বাদ দেওয়ার পর নতুন ভেন্যু ঠিক করার প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি।

আরও পড়ুন

এসি মিলান ও ইন্টার মিলানের মাঠ সান সিরোয় সর্বশেষ ২০১৬ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সেই ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। গত বছরের মে মাসে সান সিরোকে ২০২৭ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু হিসেবে বেছে নেওয়ার পাশাপাশি ২০২৬ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু হিসেবে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনার নাম ঘোষণা করেছিল উয়েফা।

২০২৭ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সময় সান সিরো স্টেডিয়াম এবং তার আশপাশে সংস্কারকাজ যে চলবে না, সেই নিশ্চয়তা দিতে পারেনি মিলানের পৌরসভা। তাই মিলানকে ফাইনাল আয়োজন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং ভেন্যু ঠিক করার প্রক্রিয়া নতুন করে শুরু করা হয়েছে। ২০২৫ সালের মে–জুনে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
উয়েফা

কিন্তু ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) সান সিরো সংস্কারের পরিকল্পনা উয়েফায় জমা দেওয়ার পর শর্ত মেনে সান সিরোকে ফাইনালের ভেন্যু থেকে বাদ দেওয়া হয়। তবে এফআইজিসির সান সিরো সংস্কারের পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হয়, তা এখনো অনিশ্চিত।

অফিশিয়ালি জিউসেপ্পে মিয়াজ্জা নামে পরিচিত এই স্টেডিয়ামকে আর হোম ভেন্যু হিসেবে রাখতে চাচ্ছে না এসি মিলান ও ইন্টার মিলান। সংস্কারের খরচ নির্বাহে অর্থ সংকুলান করা নিয়ে বিরোধও তৈরি হয়েছে ইতালিয়ান ফুটবলে। শেষ পর্যন্ত তহবিল সংগ্রহ করা না গেলে ১৯২৬ সালে প্রতিষ্ঠিত প্রায় ৭৬ হাজার আসনের সান সিরো ভেঙে ফেলা হতে পারে।

আরও পড়ুন

যেহেতু সান সিরোর ভবিষ্যৎ হুমকির মুখে, তাই ২০২৭ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের নতুন ভেন্যু খোঁজা শুরু করেছে উয়েফা। গতকাল উয়েফার নির্বাহী কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উয়েফার বিবৃতিতে বলা হয়, ‘২০২৭ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সময় সান সিরো স্টেডিয়াম এবং তার আশপাশে সংস্কারকাজ যে চলবে না, সেই নিশ্চয়তা দিতে পারেনি মিলানের পৌরসভা। তাই মিলানকে ফাইনাল আয়োজন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং ভেন্যু ঠিক করার প্রক্রিয়া নতুন করে শুরু করা হয়েছে। ২০২৫ সালের মে–জুনে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

সুইজারল্যান্ডের নিওনে উয়েফার সদরদপ্তর
উয়েফা

২০২৫ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা। সে বছরের ৩১ মে ফাইনালটি অনুষ্ঠিত হবে। ২০২৬ ও ২০২৭ সালের ফাইনালের ভেন্যু ঠিক করার প্রক্রিয়া উয়েফা গত বছর জুলাইয়ে শুরুর পর এ দুটি ফাইনাল আয়োজনের জন্য শুধু বুদাপেস্ট ও মিলানই কাগজপত্র (সাবমিটিং বিডস) জমা দিয়েছিল। একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ২০২৭ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আয়োজনে যেসব শহর এর আগে আগ্রহ দেখায়নি, উয়েফা এখন তাদের কাছ থেকে দরপত্র আশা করছে।

আরও পড়ুন