এমবাপ্পের পেনাল্টি মিসের পর বিলবাওয়ের কাছে হেরে সুযোগ হাতছাড়া রিয়ালের
বিলবাও ২ : ১ রিয়াল মাদ্রিদ
উত্থান–পতনের অম্লমধুর মৌসুমে আজ হার দেখল রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে হেরেই গেল তারা। ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের হার ২–১ গোলে। এর ফলে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার সুযোগটাও হারাল তারা।
আজ বিলবাওয়ের মাঠে জিতলে এক ম্যাচ হাতে রেখে বার্সেলোনার চেয়ে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে থাকত রিয়াল। অর্থাৎ, হাতে থাকা বাড়তি ম্যাচে জিতলে কোনো হিসাব ছাড়াই শীর্ষে চলে যেত মাদ্রিদের ক্লাবটি।
কিন্তু বিলবাওয়ের বিপক্ষে তাদের মাঠে হেরেই গেছে রিয়াল। এখন ১৫ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩৩, আর শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৭। এই ম্যাচ হেরে যাওয়ায় পয়েন্ট তালিকার লাগামটাও বার্সার হাতেই থাকল।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকে বলের দখল রাখলেও সুযোগ তৈরিতে পিছিয়ে ছিল রিয়াল। এমনকি প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি তারা। এই অর্ধে গোল অবশ্য বিলবাও নিজেও পায়নি।
বিরতির পর অবশ্য দুই দলই মরিয়া ছিল গোলের জন্য। তবে প্রথম গোলটি আদায় করে নেয় বিলবাও, গোলটি করেন আলেসান্দ্রো রেমিরো। এরপর পেনাল্টি মিস করে সমতা ফেরানোর সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। ছন্দে ফেরা জুড বেলিংহাম ৭৮ মিনিটে গোল করলেও শেষ রক্ষা হয়নি। ৮০ মিনিটে বিলবাওয়ের হয়ে গোরকা গুরুজেটা গোল করে ম্যাচ নিয়ে যায় রিয়ালের হাত থেকে। এরপর রিয়ালকে আর ফিরতেও দেয়নি তারা।
চোটে পড়া ভিনিসিয়ুস এদিনও মাঠে ছিলেন না। এর গুরুদায়িত্ব ছিল রদ্রিগো, কিলিয়ান এমবাপ্পে ও বেলিংহামের ওপর। কিন্তু দলের হার ঠেকাতে পারেননি তাঁরা, আর এমবাপ্পের পেনাল্টি মিস তো আছেই। শেষ পর্যন্ত খালি হাতেই মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল।