ফ্রান্সের জার্সি তুলে রাখার ঘোষণা বিশ্বকাপজয়ী গ্রিজমানের
জাতীয় দলের হয়ে তাঁর অভিষেক হয়েছিল ২০১৪ সালে। ২০১৭ সাল থেকে চলতি বছর মার্চের আগপর্যন্ত তাঁকে ছাড়া কখনো মাঠে নামেনি ফ্রান্স। এর মধ্যে গড়েছিলেন টানা ৮৪ আন্তর্জাতিক ম্যাচ খেলার দুর্দান্ত এক রেকর্ডও। গত এক দশকে ফ্রান্সের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে পড়া সেই আঁতোয়ান গ্রিজমান আজ বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ফুটবলকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে ফ্রান্সের জার্সির তুলে রাখার ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। বিদায়বেলায় গ্রিজমান নিজের অনুভূতি ব্যক্ত করেছেন এভাবে, ‘ভরপুর স্মৃতি নিয়ে আমি আমার জীবনের এই অধ্যায়টি শেষ করছি। দুর্দান্ত এই তিনরঙা অভিযানের জন্য ধন্যবাদ। আবার দেখা হবে।’
গ্রিজমানের বিদায়ের খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়েছে ফ্রান্স ফুটবলও (এফএফএফ)। দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘১০ বছরের নিবেদন ও আনুগত্যের পর গ্রিজি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছে। নিখুঁত হওয়ার জন্য ধন্যবাদ, প্যাশনের জন্য ধন্যবাদ এবং স্মৃতিগুলোর জন্যও ধন্যবাদ।’
ফ্রান্সের হয়ে ১৩৭ ম্যাচ খেলে ৪৪ গোল করেছেন গ্রিজমান। জাতীয় দলের জার্সিতে ২০১৮ বিশ্বকাপের পাশাপাশি জিতেছেন এবং ২০২০-২১ মৌসুমের উয়েফা নেশনস লিগও। ২০২২ সালেও ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন গ্রিজমান। তবে শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে যায় ফরাসিরা।
এর আগে ২০১৬ সালের ইউরোতে রানার্সআপ হওয়া ফরাসি দলের সদস্য ছিলেন আতলেতিকো মাদ্রিদের এই তারকা ফুটবলার। ফ্রান্সের হয়ে একাধিক আন্তর্জাতিক শিরোপা জেতা গ্রিজমান দেশটির চতুর্থ সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার এবং গোল করার দিক থেকেও তাঁর অবস্থান ৪ নম্বরে।
এ ছাড়া ব্যক্তিগত অর্জনেও গ্রিজমানের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০১৬ হয়েছিলেন ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জেতার পথে গ্রিজমান জিতেছিলেন ব্রোঞ্জ বল এবং সিলভার বুট। ২০২২ বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলে সহায়তাকারী ফুটবলারদের একজনও ছিলেন তিনি।
গত মার্চে চোটের কারণে বাদ পড়ে রেকর্ড দৌড় থামলেও দ্রুতই দলে ফেরেন গ্রিজমান। ছিলেন ফ্রান্সের ইউরোর দলেও। এরপর সেপ্টেম্বরে নেশনস লিগের দলেও রাখা হয়েছিল গ্রিজমানকে। ইতালির বিপক্ষে ৩-১ ব্যবধানে হারা ম্যাচে একাদশেও ছিলেন তিনি। তবে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে গ্রিজমান মাঠে নামেন বদলি হিসেবে। সেই ম্যাচটিই এখন গ্রিজমানের ক্যারিয়ারে শেষ ম্যাচ হয়ে থাকল।