রোনালদোর পর্তুগালকে হারানোয় ১২৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রীর

পর্তুগালকে ২–০ ব্যবধানে হারায় জর্জিয়ারয়টার্স

এবারই প্রথম ইউরো চ্যাম্পিয়নশিপে খেলছে জর্জিয়া। আর প্রথমবারেই পূর্ব ইউরোপের দেশটি পর্তুগালকে হারিয়ে চমকে দিয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকাকে নিয়ে গড়া দলের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে জর্জিয়ার মানুষ ভীষণ উচ্ছ্বসিত। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের বিদজিনা ইভানিশভিলি তো বড় অঙ্কের অর্থ পুরস্কারই ঘোষণা করেছেন।

ইউরোর সাবেক চ্যাম্পিয়ন পর্তুগালের বিপক্ষে জর্জিয়ার জয়কে ‘ঐতিহাসিক ও স্বপ্নের’ উল্লেখ করে খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের জন্য ইভানিশভিলি ৩ কোটি জর্জিয়ান লারি পুরস্কার ঘোষণা করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় ১২৫ কোটি ৪৯ লাখ টাকার বেশি। জর্জিয়া শেষ ষোলোয় স্পেনকে হারাতে পারলে আরও ১২৫ কোটি টাকা পুরস্কারের প্রতিশ্রুতিও দিয়েছেন।

৬৮ বছর বয়সী ইভানিশভিলি জর্জিয়ার শাসক দল ড্রিম পার্টির প্রতিষ্ঠাতা। ২০১১ সালে দলটি প্রতিষ্ঠা করার পরের বছর দেশের প্রধানমন্ত্রী হন তিনি। তবে এক বছর পরই উত্তরসূরির হাতে দায়িত্ব ছেড়ে দেন। যদিও জর্জিয়ার শাসনক্ষমতায় তাঁকে এখনো ব্যাপকভাবে প্রভাবশালী মনে করা হয়।

নব্বইয়ের দশকে রাশিয়ায় ব্যাংকিং, কম্পিউটার ও লৌহ খাতে বিনিয়োগ করে ধনকুবের হয়ে ওঠেন তিনি। বাণিজ্য সাময়িকী ফোর্বসের হিসাব অনুসারে ইভানিশভিলি ৪৯০ কোটি মার্কিন ডলারের মালিক।

আরও পড়ুন

বুধবার জার্মানিতে ইউরোর পর্তুগালকে ২-০ ব্যবধানে হারিয়ে ‘এফ’ গ্রুপে তৃতীয় হয় জর্জিয়া। গ্রুপ পর্বের তৃতীয় সেরা দলগুলোর একটি হয়ে জর্জিয়া জায়গা করে নেয় নকআউট পর্বেও। এ জয়ের পর বৃহস্পতিবার জর্জিয়ার সংসদে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের অনেকে জাতীয় ফুটবল দলের জার্সি পরে হাজির হন, ফুটবল দলের সংগীতও গান কয়েককজন।

প্রথমবার ইউরো খেলতে এসে নকআউটে জায়গা করেছে জর্জিয়া
এএফপি

জর্জিয়ান ড্রিম পার্টির পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, দলের অনারারি চেয়ারম্যান ইভানিশভিলি পর্তুগালের বিপক্ষে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। ঐতিহাসিক ও স্বপ্নের জয়ের স্বীকৃতি হিসেবে চ্যারিটেবল ফাউন্ডেশন থেকে ৩ কোটি জর্জিয়ান লারি প্রদান করা হবে দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। একই পরিমাণ অর্থ দেওয়া হবে শেষ ষোলো স্পেনকে হারাতে পারলেও।

ফিফা র‍্যাঙ্কিংয়ের ৭৪ নম্বরে থাকা জর্জিয়া র‍্যাঙ্কিংয়ের ৮ নম্বর দল ও সাবেক ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ খেলবে রোববার।

আরও পড়ুন