ভিনিসিয়ুসের পক্ষ নিয়ে কাকে বাচাল বললেন নেইমার

ভিনিসিয়ুস ও নেইমারছবি: সিবিএফ

ভিনিসিয়ুস জুনিয়রকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জয়ের পর সংবাদমাধ্যমগুলো যেন রদ্রির ওপর হুমড়ি খেয়ে পড়ছে। চোটের কারণে যেহেতু এই মৌসুমে রদ্রির আর খেলতে নামার সম্ভাবনা নেই, তাই সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য তাঁর হাতে এখন অফুরন্ত সময়।

ম্যানচেস্টার সিটির এই স্প্যানিশ মিডফিল্ডারের সাক্ষাৎকার দিয়ে বেরিয়েই দিব্যি সময় কাটছে। সেসব সাক্ষাৎকারে চলে আসছে ব্যালন ডি’অরের মূল প্রতিদ্বন্দ্বী ভিনিসিয়ুস প্রসঙ্গও। কিন্তু ব্রাজিলিয়ান দলের সতীর্থ ভিনিকে নিয়ে রদ্রির এত কথাবার্তা ভালোভাবে নিতে পারছেন না নেইমার। তাই রদ্রিকে নেইমার ‘বাচাল’ সম্বোধন করেছেন।

এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানের মাসখানেক আগে থেকে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ভিনিসিয়ুস। স্বীকৃতিটা তিনিই পেতে যাচ্ছেন—এমন দাবিও করেছিল স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’। কিন্তু ভিনিসিয়ুস তা পাচ্ছেন না, নিশ্চিত হওয়ার পরই ব্যালন ডি’অর অনুষ্ঠান বর্জন করে প্যারিসে না যাওয়ার সিদ্ধান্ত নেয় রিয়াল মাদ্রিদ। রিয়ালের এমন সিদ্ধান্ত ফুটবল মহলে বেশ সমালোচিত হয়েছে।

আরও পড়ুন

সম্প্রতি স্পেনের ‘রেডিও কোপ’কে দেওয়া সাক্ষাৎকারেও রিয়ালের ব্যালন ডি’অর অনুষ্ঠান বর্জন নিয়ে রদ্রির প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। উত্তরে রদ্রি বলেন, ‘রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়ুসের অনুপস্থিতিতে আমার খারাপ লাগবে কেন? এটা ছিল পরিবারের সঙ্গে উদ্‌যাপনের জন্য আমার বিশেষ মুহূর্ত। সেখানে কারা ছিল না, কারা আসতে চায়নি—এসব বিষয় আমার ভাবনায় সবার শেষে আসবে।’  

রদ্রির সব সাক্ষাৎকারেই ভিনিসিয়ুস–প্রসঙ্গ চলে আসছে
ছবি: কাদেনা এসআইআর ওয়েবসাইট

সাংবাদিকদের ভোটে ভিনিসিয়ুস দ্বিতীয় হলেও রদ্রি সেই সাক্ষাৎকারে আরও জানান, তাঁর ভোট দেওয়ার সুযোগ থাকলে ভিনিকে তিনে রাখতেন।

এখানেই শেষ নয়। সম্প্রতি স্পেনের আরেকটি রেডিও স্টেশন ‘কাদেনা এসইআর’-এ দেওয়া সাক্ষাৎকারেও ভিনিকে নিয়ে আলোচনা করেছেন রদ্রি। তাঁকে আরও ভালো খেলার পরামর্শ দিয়ে বলেছেন, ‘আমার মনে হয়, সে মানুষ হিসেবে বুদ্ধিমান এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সে বুঝতে পারবে মাঠে সে যত মনোযোগী হবে, তত ভালো খেলোয়াড় হবে। সবার মতো ওরও মাঠ ও মাঠের বাইরে উন্নতির জায়গা আছে। সে এখন তরুণ। আমি নিশ্চিত লোকে ওকে ভালো উপদেশ দেবে কিংবা তার চেয়েও বেশি কিছু, যেহেতু সে রিয়াল মাদ্রিদে খেলে। এটি একটি মূল্যবোধের ক্লাব।’

আরও পড়ুন

অনেকে মনে করেন, ভিনিসিয়ুস খেলোয়াড় হিসেবে দুর্দান্ত হলেও তাঁর আচরণ প্রশ্নবিদ্ধ। মাঠে প্রায়ই মেজাজ হারিয়ে হলুদ কার্ড-লাল কার্ড দেখেন ভিনি। ব্যালন ডি’অরে ভোট কমে যাওয়ার ক্ষেত্রে ভোটাররা হয়তো তাঁর নেতিবাচক দিকগুলোও দেখেছেন। সেটাই আকারে-ইঙ্গিতে বোঝাতে গিয়ে রদ্রি সাক্ষাৎকারে আরও বলেন, ‘আপনি মাঠে দলকে প্রতিনিধিত্ব করেন, শুধু এটাই ক্রীড়াবিদদের পরিচয় তুলে ধরে না। বরং মাঠের বাইরে আপনি কেমন, সেটাও দেখা হয়।’

ভিনিসিয়ুসের পক্ষ নিয়ে রদ্রিকে বাচাল বলেছেন নেইমার
ছবি: সিবিএফ

ভিনিসিয়ুসকে নিয়ে সব জায়গাতেই অতিমাত্রায় কথার বলার কারণে তাঁর ওপর চটেছেন নেইমার। রদ্রির সেই সাক্ষাৎকারের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তাতে মন্তব্য করেন, ‘সে (রদ্রি) এখন বাচাল হয়ে গেছে।’

চোটের কারণে রদ্রির মৌসুম শেষ, তা তো আগেই বলা হলো। নতুন করে চোটে ছিটকে গেছেন আল হিলাল তারকা নেইমারও। আগামী মঙ্গলবার আল সাদের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগে তাঁর খেলা অনিশ্চিত। তবে ভিনিসিয়ুসের মনোযোগ আপাতত মাঠে। লা লিগায় আগামীকাল রাতে রিয়ালের প্রতিপক্ষ লেগানেস।