রোনালদোর ‘কান্না উপভোগ’–এর খবরকে মিথ্যা বললেন বুফাল
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা এবং ক্রিস্টিয়ানো রোনালদোদের বিদায় করা নিয়ে কথা বলেন মরক্কোর উইঙ্গার সোফিয়ান বুফাল। কাতারের স্পোর্টস চ্যানেল আলকাসকে দেওয়া সেই সাক্ষাৎকারে পর্তুগালের বিদায়ের পর রোনালদোর কান্না নিয়েও কথা বলেছেন তিনি।
পরে সেই সাক্ষাৎকারের একটি অংশ নিয়ে গোল ডটকমসহ বেশি কিছু সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করে, যেখানে বলা হয় বুফাল তাঁর সাক্ষাৎকারে বলেছেন, ‘শ্রদ্ধা রেখেই বলছি, নিজেদের বদলে আমি তাঁকে কাঁদতে দেখে উপভোগই করেছি।’
বুফালের এই বক্তব্যের সঙ্গে আরও কিছু কথা জুড়ে দেওয়া হয়। যেখানে তিনি বলেন, ‘আমি রোনালদোর চেয়ে মেসিকেই ওপরে রাখব। আর আমার ইচ্ছা, আমি যদি বার্সেলোনার হয়ে খেলতে পারতাম!’ বুফালের এই মন্তব্য প্রকাশিত হওয়ার পর মেসি ভক্তদের উচ্ছ্বাসের বিপরীতে হতাশা প্রকাশ করেছিলেন রোনালদো ভক্তরা।
পরে অবশ্য এই ধরনের মন্তব্যের কথা অস্বীকার করে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট দেন বুফাল। যেখানে তিনি ‘কান্না উপভোগ’-এর খবরকে মিথ্যা বলে দাবি করেন। এরপর আলকাসের প্রতিবেদক ওমর কাহাতানও এই সাক্ষাৎকার নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। যেখানে তিনি দাবি করেন অনেকে বুফালের কথাকে ভিন্ন অর্থ করেছেন। টুইটারে কাহাতান লেখেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সোফিয়ান বুফালের যে মন্তব্য প্রকাশ করা হয়েছে, তা ভুল।’
এরপর সঠিক বক্তব্যটি তুলে ধরে কাহাতান লেখেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমাদের কান্নার চেয়ে তার কান্না দেখাটাই ভালো ছিল। আমরা নিজেদের অর্জন নিয়ে বিশেষভাবে খুশি (সেমিফাইনালে খেলা)। এর বাইরে অন্য কিছু নেই।’