রোনালদোর আয় শীর্ষ ১৫ নারী ক্রীড়াবিদের চেয়ে বেশি
অন্য অনেক ক্ষেত্রের মতো ক্রীড়াক্ষেত্রেও নারী-পুরুষের আয়ের বৈষম্য আছে। যদিও নারী ক্রীড়াবিদেরা আগের তুলনায় অনেক বেশি অর্থ উপার্জন করছেন, কিছু ক্ষেত্রে পুরুষদের সমান। তবে সামগ্রিকভাবে তা পুরুষদের তুলনায় নগণ্য।
আয়ে নারী ক্রীড়াবিদেরা পুরুষ ক্রীড়াবিদদের চেয়ে এখনো কতটা পিছিয়ে, সেটারই হালনাগাদ তথ্য দিয়েছে বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ‘ফোর্বস’ ও ক্রীড়া–বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’।
তাদের হিসাবে নারী ও পুরুষ ক্রীড়াবিদদের মধ্যে আয়ের পার্থক্য এতটাই বেশি যে ক্রিস্টিয়ানো রোনালদোর একার আয় শীর্ষ ১৫ নারী ক্রীড়াবিদের সম্মিলিত আয়ের চেয়ে বেশি!
পর্তুগালের কিংবদন্তি ফুটবলার রোনালদো অনেক দিন ধরেই সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে আছেন। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা ২০২৪ সালেও শীর্ষস্থান ধরে রেখেছেন।
ফোর্বসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এ বছর রোনালদোর আয় ২৬ কোটি মার্কিন ডলার, যেখানে স্পোর্টিকোর হিসাব অনুযায়ী শীর্ষ ১৫ নারী ক্রীড়াবিদ মিলে এ বছর আয় করেছেন ২২ কোটি ১৩ লাখ ডলার। অর্থাৎ ১৫ জনের সম্মিলিত আয়ের চেয়ে রোনালদোর আয় ৩ কোটি ৮৭ লাখ ডলার বেশি।
২০২৪ সালে আয়ে শীর্ষ ৫ পুরুষ ক্রীড়াবিদ
সূত্র: ফোর্বস
নারী খেলোয়াড়দের মধ্যে ২০২৪ সালে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফ—৩ কোটি ৪ লাখ ডলার। এ বছরের মাঝামাঝি সময়ে ফ্রেঞ্চ ওপেনের নারী দ্বৈতের শিরোপা জয় গফের আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। ২০ বছর বয়সী এই তরুণী গত ১২ মাসে অর্থ পুরস্কার হিসাবে জিতেছেন ৯৪ লাখ ডলার, পৃষ্ঠপোষকতা থেকে এসেছে আরও ২ কোটি ১০ লাখ ডলার।
এর মধ্য দিয়ে গফ ক্রীড়াঙ্গনের ইতিহাসে তৃতীয় নারী হিসাবে ১ বছরে ৩ কোটি ডলার আয়ের তালিকায় ঢুকে গেছেন। তাঁর আগে বিশ্ব র্যাঙ্কিংয়ের সাবেক দুই শীর্ষ তারকা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও জাপানের নাওমি ওসাকা ‘থার্টি মিলিয়নিয়ারস ক্লাবে’ নাম তুলেছেন।
২০২৪ সালে আয়ে শীর্ষ ১৫ নারী ক্রীড়াবিদ
সূত্র: স্পোর্টিকো
এ বছর আয়ে শীর্ষ ১৫ নারী ক্রীড়াবিদের ৯ জনই টেনিস খেলোয়াড়, ৩ জন গলফার এবং ১ জন করে স্কিইয়ার, জিমন্যাস্ট ও বাস্কেটবল খেলোয়াড়। স্পোর্টিকোর প্রতিবেদনে বলা হয়েছে, এই ১৫ ক্রীড়াবিদ গত বছরের তুলনায় এ বছর ২৭ শতাংশ বেশি অর্থ উপার্জন করেছেন।
নারী খেলোয়াড়দের মধ্যে এ বছর সবচেয়ে বড় চমক দেখিয়েছেন চীনের স্কিইয়ার আইলিন গু। ২ কোটি ২১ লাখ ডলার আয় করে দুইয়ে উঠে এসেছেন গু। তাঁর আয়ের প্রায় পুরোটাই এসেছে বিজ্ঞাপন থেকে।
পুরুষ ক্রীড়াবিদের মধ্যে আয়ে শীর্ষ পাঁচের তিনজনই ফুটবলার। রোনালদো ছাড়াও আছেন তাঁর দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এবং এ বছরই পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া কিলিয়ান এমবাপ্পে। ২০২৪ সালে ১৩ কোটি ৫০ লাখ ডলার আয় করা মেসির অবস্থান তিনে, ১১ কোটি ডলার নিয়ে পাঁচে এমবাপ্পে।
রোনালদো-মেসির মাঝে আছেন স্প্যানিশ গলফার জন রাম। তাঁর ব্যাংক ব্যালেন্সে এ বছর জমা হয়েছে ২১ কোটি ৮০ লাখ ডলার। বাস্কেটবল তারকা লেব্রন জেমস ১২ কোটি ৮০ লাখ ডলার আয় করে আছেন চারে।