বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা দারুণ হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। আজ লিগের শুরুর দিন গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে মালির স্ট্রাইকার সোলেমান দিয়বাতের জোড়া গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে ৬–০ গোলে উড়িয়ে দিয়েছে সাদাকালোরা।
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) থেকে রানার্সআপ হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগে ওঠা ওয়ান্ডারার্স পেশাদার লিগ চালুর পর এই প্রথম মোহামেডানের মুখোমুখি হয়েছে। দেশি ফুটবলারদের নিয়ে গড়া ওয়ান্ডারার্স মোহামেডানের সামনে দাঁড়াতেই পারেনি।
মোহামেডানের মতো ওয়ান্ডারার্সের জার্সিও সাদাকালো। মোহামেডান অবশ্য আজ সবুজ রঙের অ্যাওয়ে জার্সিতেই মাঠে নেমেছিল। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। ঘানার ফুটবলার আর্নেস্ট বোয়েটাংয়ের ক্রস থেকে মোহামেডানকে ১–০ গোলে এগিয়ে দেন নাইজেরিয়ান ইমানুয়েল সানডে।
দ্বিতীয় গোলটি মোহামেডান পেয়েছে ওয়ান্ডারার্সের গোলকিপার হামিদুর রহমানের ভুলে। তাঁর নেওয়া গোলকিক সোজা গিয়ে পড়ে বক্সের মুখে দাঁড়ানো মোহামেডানের মিনহাজুর রাকিবের পায়ে। জায়গায় দাঁড়িয়েই সরাসরি শটে তিনি স্কোরলাইন ২–০ করেন।
তৃতীয় গোলটি করেন সোলেমান দিয়াবাতে, ম্যাচের ২৩ মিনিটে। আরিফ হোসেনের ক্রস থেকে হেড থেকে গোল করে গত মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা দিয়াবাতে নিজের গোলের খাতা খোলেন। প্রথমার্ধে ৩–০ গোলে এগিয়ে ছিল মোহামেডান।
দ্বিতীয়ার্ধে মোহামেডান খুব বেশি আক্রমণে ওঠেনি। এরপরও অবশ্য এই অর্ধে আরও তিনটি গোল পেয়েছে। দিয়াবাতের দুর্দান্ত এক পাস থেকে ৮০ মিনিটে মোহামেডানকে ৪–০ গোলে এগিয়ে দেন বোয়েটাং।
৮৯ মিনিটে দিয়াবাতে নিজের দ্বিতীয় ও মোহামেডানের পঞ্চম গোলটি করেন। উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভ বক্সের ঠিক বাইরে থেকে দারুণ থ্রু পাস দেন। সেটি ধরেই স্কোরলাইন ৫–০ করেন মোহামেডানের অধিনায়ক। ম্যাচের যোগ করা সময় মোহামেডানের ষষ্ঠ গোলটি (৬–০) করেন বদলি নামা সৌরভ দেওয়ান।
মুন্সিগঞ্জে ব্রাদার্সের জয়ে শুরু
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হয়েছিল বাংলাদেশ পুলিশের। ব্রাদার্স জিতেছে ২–১ গোলে। ব্রাদার্সের গোল দুটি করেছেন দুই গাম্বিয়ান ফরোয়ার্ড ম্যাডি সিসে ও জাকারিয়া দারবো।
২৩ মিনিটে ম্যাডি সিসের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। মুস্তাফার পাস থেকে ম্যাডি পুলিশের দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল নিয়ে ঢুকে গোল করেন। ৪৪ মিনিটে অবশ্য পুলিশ সমতা ফেরায়। আরিফুর রহমানের কর্নার থেকে মানিক হোসেন মোল্লা হেড করে গোল করেন। ব্রাদার্স ২–১ করে ফেলে ৬২ মিনিটে। গোল করেন জাকারিয়া দারবো।