ফ্রান্সের ‘আসল রূপ’, ইসরায়েলের চমক আর হলান্ডের আরেকটি হ্যাটট্রিক

র‍্যাবিওর জোড়া গোলের আনন্দএএফপি
উয়েফা নেশনস লিগে গতকালের রাতটি ছিল ঘটনাবহুল। দীর্ঘদিন পর তৃপ্তি পাওয়ার মতো এক জয় পেয়েছে ফ্রান্স। দুঃসময়ের বৃত্তে থাকা বেলজিয়ামের যন্ত্রণা বেড়েছে ইসরায়েলের কাছে হেরে। নরওয়ের হয়ে হ্যাটট্রিক করে রাতটা রাঙিয়েছেন আর্লিং হলান্ড। ফুটবলময় এই রাতের শুরুটা হয়েছিল প্রতিবেশী আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ৫–০ গোলের জয় দিয়ে।

ফ্রান্সের ‘আসল রূপ’

ইতালিকে গ্রুপের শীর্ষস্থান থেকে সরিয়ে দিয়ে নিজেদের ‘আসল রূপ’ দেখিয়েছে ফ্রান্স। লিগ ‘এ’–এর গ্রুপ ২–এর ম্যাচে আদ্রিয়েঁ রাবিওর জোড়া গোলে ফ্রান্সের জয় ৩–১ গোলে। সান সিরোর চেনা পরিবেশে ম্যাচের ২ মিনিটেই র‍াবিওর গোলে পিছিয়ে পড়ে ইতালি। স্বাগতিকদের বিপদ আরও বাড়ে ৩৩ মিনিটে আত্মঘাতী গোলে।

তবে ৩৫ মিনিটে আন্দ্রেয়া কাম্বিয়াসোর গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ইতালি; যদিও শেষরক্ষা হয়নি। বিরতির পর ম্যাচের ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন র‍াবিও। এ জয়ের পর ৬ ম্যাচ শেষে ইতালি ও ফ্রান্সের পয়েন্ট সমান ১৩ করে। তবে গোল–পার্থক্যে এগিয়ে থাকায় ফ্রান্সের অবস্থান শীর্ষে।

আরও পড়ুন

জোড়া গোলে দলকে দারুণ জয় এনে দেওয়ার পর র‍াবিও বলেছেন, ‘অনেক দিন পর আমরা এমন পারফরম্যান্স দেখালাম। দল যেভাবে লড়াই করেছে ও নিবেদন দেখিয়েছে, তা আলাদাভাবে উল্লেখ করার মতো। এটাই ফ্রান্সের আসল রূপ।’

সান সিরোর ৬৮ হাজার দর্শকের সামনে ইতালির পারফরম্যান্স বেশ হতাশাজনক ছিল। নেশনস লিগজুড়ে দারুণ খেলতে থাকা দলটিকে এই ম্যাচে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। ম্যাচ শেষে ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেছেন, ‘আজ (গত রাতে) আমাদের খেলায় মানের অভাব ছিল। আমরা যেভাবে খেলেছি, সেটা ভালো ছিল না। বল পায়ে অনেক ভুলও করেছি।’

বেলজিয়ামকে হারিয়ে দিয়েছে ইসরায়েল
এএফপি

এ কোন বেলজিয়াম

হঠাৎ দেখলে কারও মনে হতে পারে, এটা কি সেই বেলজিয়াম, যারা তিন বছর আগেও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল! দুঃসময় কাটাতে থাকা বেলজিয়াম এবার হেরেছে শক্তি–সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা ইসরায়েলের কাছে। ফ্রান্সকে আগের ম্যাচে রুখে দেওয়া ইসরায়েল বুদাপেস্টে কাল বেলজিয়ামকে হারিয়েছে ১–০ গোলে। ম্যাচজুড়ে বল দখলে আধিপত্য বিস্তার করেও গোলের দেখা পায়নি বেলজিয়াম। উল্টো ৮৬ মিনিটে ইয়ারদেন সুহার একমাত্র গোলে ইসরায়েল জয় নিয়ে মাঠ ছাড়ে।

বেলিজয়ামকে হারিয়ে চমক দেখালেও ইসরায়েলের তাতে কোনো লাভ হচ্ছে না। অবনমিতই হতে হচ্ছে তাদের। বেলজিয়ামের অবনমন নিশ্চিত করতে হলে গতকাল রাতে তাদের জিততে হতো ৩–০ গোলে। সেটা না হওয়ায় লিগ ‘এ’–এর গ্রুপ ২–এ তলানিতেই থাকতে হচ্ছে ইসরায়েলকে। অন্যদিকে বেলজিয়ামকে আগামী মার্চে খেলতে হবে রেলিগেশন প্লে–অফে।

বেলজিয়াম যত দ্রুত সম্ভব দুঃসময় কাটিয়ে উঠতে চাইবে। এ নিয়ে টানা ৫ ম্যাচ জিততে ব্যর্থ হলো ইউরোপের শক্তিশালী দলটি।

হ্যাটট্রিক করেছেন হলান্ড
রয়টার্স

হলান্ডের আরেকটি হ্যাটট্রিক

এটা অবশ্য নতুন কিছু নয়। আর্লিং হলান্ডের হ্যাটট্রিক তো নৈমত্তিক ব্যাপারই। তবে এবার হলান্ড হ্যাটট্রিক করেছেন জাতীয় দলের হয়ে। ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকারের হ্যাটট্রিকে কাজাখস্তানকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। এ জয়ে লিগ ‘বি’–এর গ্রুপ ৩–এ শীর্ষেই থাকল নরওয়ে। পাশাপাশি এ জয়ে লিগ ‘এ’তেও উঠে এসেছে নরওয়ের।

আরও পড়ুন

ম্যাচের ২৩ মিনিটে নরওয়ের গোল–উৎসবের শুরু করেন হলান্ডই। এরপর ৩৭ ও ৭১ মিনিটে করেন আরও দুই গোল। এটি হলান্ডের ক্যারিয়ারে ২৫তম হ্যাটট্রিক। সিটির হয়ে এই কাজ অবশ্য প্রায়ই করতে দেখা যায় হলান্ডকে। তাই হয়তো ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই শব্দের এক পোস্টে লিখেছেন, ‘নরওয়ের জন্য’।

ইংল্যান্ডেরও গোল–উৎসব

গত রাতের অন্য ম্যাচে প্রতিবেশী আয়ারল্যান্ডকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। ম্যাচে ইংল্যান্ডের হয়ে গোলগুলো করেন আলাদা ৫ জন খেলোয়াড় এবং প্রতিটি গোলই এসেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে গোলের শুরুটা করেন অধিনায়ক হ্যারি কেইন। অন্য ৪ গোল অ্যান্থনি গর্ডন, কনর গ্যালাঘার, জ্যারড বাওয়েন ও টেলর হারউড–বেলিসের।