২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রোনালদোর ৯০০: কার হয়ে কত এবং কীভাবে কত গোল

মাইলফলক স্পর্শ করায় রোনালদোর উচ্ছ্বাসরোনালদোর ফেসবুক পেজ থেকে নেওয়া

২০০২ সালের অক্টোবরে লিকলিকে এক কিশোর যাত্রা শুরু করেছিল লিসবন থেকে। এরপর মাঝে চলে গেল প্রায় ২২ বছর। সেদিনের সেই কিশোর এখন ফুটবল ক্যারিয়ারের গোধূলিবেলায় পৌঁছেছেন। কিন্তু এ পথটুকু পাড়ি দেওয়ার পথেই কুড়িয়ে নিয়েছেন সাফল্যের অবিশ্বাস্য সব মণি-মুক্তা। যে তালিকায় আজ যোগ হলো ক্যারিয়ারে ৯০০ গোলের দুর্দান্ত এক মাইলফলকও। ও হ্যাঁ, যাঁকে নিয়ে কথাগুলো বলা হলো, তাঁকে নিশ্চয় চিনে গেছেন। তবু বলি, তিনি ক্রিস্টিয়ানো রোনালদো।

আল নাসরের হয়ে সৌদি প্রো লিগের ম্যাচেই ৮৯৯ গোলে পৌঁছে গিয়েছিলেন রোনালদো। মঞ্চটা তাই প্রস্তুতই ছিল। গতকাল রাতে উয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩৪ মিনিটে গোল করে রোনালদো পৌঁছে গেছেন কাঙ্ক্ষিত সেই মাইলফলকে। পতুর্গালের ২–১ গোলে জেতা ম্যাচ দিয়েই ‘সিআর সেভেন’ এখন ৯০০ গোলের মালিক। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে অফিশিয়াল ম্যাচে এই কীর্তি গড়েছেন রোনালদো।

আরও পড়ুন

রোনালদো অবশ্য এটুকুতেই সন্তুষ্ট নন। কদিন আগেই বলেছিলেন, ক্যারিয়ারে ১ হাজার গোল করার ইচ্ছার কথা। ৩৯ পেরোনো রোনালদো সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন কি না, সেটা সময়ই বলবে। তবে এর মধ্যে যা অর্জন করেছেন, তা নিঃসন্দেহে অতুলনীয়। রোনালদোর ক্যারিয়ারের অবিশ্বাস্য এ অর্জন সামনে রেখে দেখে নেওয়া যাক তাঁর চূড়ায় ওঠার পথপরিক্রমা।

কার হয়ে কত গোল

রোনালদো ক্যারিয়ারে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ১,২৩৬টি। উইঙ্গার হিসেবে ক্যারিয়ার শুরু করা রোনালদো অবশ্য নিজের প্রথম চার ম্যাচে কোনো গোল পাননি। ২০০২ সালের ৭ অক্টোবর নিজের পঞ্চম ম্যাচে পেশাদার ক্যারিয়ারের প্রথম গোল পান রোনালদো। সেদিন জোড়া গোল পাওয়া রোনালদো আর পেছনে ফিরে তাকাননি। এরপর সময় যতই গড়িয়েছে রোনালদো নিজেকে পরিণত করছেন গোলমেশিনে।

ক্যারিয়ারে রোনালদো সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদে। সর্বজয়ী এই ক্লাবের হয়ে রোনালদোর গোল ৪৫০টি। এরপর দুই মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদোর গোল ১৪৫টি। জাতীয় দল পর্তুগালের হয়ে তাঁর গোল ১৩১ গোল। জুভেন্টাসের হয়ে ইউরোপে সাফল্য না পেলেও গোল করেছেন ১০১টি। এ ছাড়া ৬৮ গোল করেছেন আল নাসরের হয়ে এবং ৫ গোল করেছেন স্পোর্টিং লিসবনের হয়ে।

কোন মৌসুমে সর্বোচ্চ গোল

২০১১-১২ মৌসুমে রোনালদো করেছিলেন ৬৯ গোল। যা এক মৌসুমে এখন পর্যন্ত তাঁর সর্বোচ্চ। সেবার রিয়ালের হয়ে ৬০ গোল করা রোনালদো ৯ গোল করেছেন পর্তুগালের হয়ে। আর এই ৬৯ গোল করতে রোনালদোর ম্যাচও লেগেছিল ৬৯টি। ২০১৮-১৯ মৌসুমে জুভেন্টাসে যোগ দেওয়ার পর রোনালদোর গোলের ধারায় কিছুটা ধাক্কা আসে।

৯০০ গোলের চূড়া স্পর্শের পর রোনালদো
রোনালদোর ফেসবুক পেজ থেকে নেওয়া

২০০৯-১০ মৌসুমের পর সেবারই প্রথম ৫০ গোলের মাইলফলক ছুঁতে ব্যর্থ হন তিনি। তবে এরপরও সময়ের সঙ্গে রোনালদোর গোলক্ষুধা কমেছে বলার সুযোগ নেই। রোনালদোর বয়স যখন বিশের কোটায়, তখন রোনালদোর গোল ছিল ৪৪০টি। আর ৩০–এর কোটায় যাওয়ার পর রোনালদোর গোল ৪৩৭টি। ৩০ অবশ্য এখনো শেষ হয়নি। এখনো ৫ মাস বাকি আছে তাঁর। ফলে ত্রিশ যে বিশকে ছাড়িয়ে যাবে তা বলাই যায়।

গ্রাফিকস: মো. আসাদ আলী

শরীরের কোন অঙ্গে কত গোল

রোনালদো মূলত ডান পায়ের ফুটবলার হিসেবে পরিচিত। ফলে ডান পায়ে তিনি সবচেয়ে বেশি গোল করবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। ডান পায়ে তাঁর গোল ৫৭৪টি। তবে বাঁ পায়েও কম যান না পর্তুগিজ মহাতারকা। অপেক্ষাকৃত দুর্বল পায়ে রোনালদোর গোল ১৭৩টি। তৃতীয় সর্বোচ্চ গোল হেডে। মাথার স্পর্শে রোনালদোর গোল ১৫১টি।

কোন অঙ্গে কত গোল

সর্বোচ্চ গোল যে দলের বিপক্ষে

লা লিগায় সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন রোনালদো। ফলে এখানকার প্রতিপক্ষগুলোর বিপক্ষে যে তাঁর গোলসংখ্যা বেশি হবে তা অনুমেয়। লা লিগার দলগুলোর মধ্যে গোল করায় রোনালদোর পছন্দের দল সেভিয়া। এই দলটির বিপক্ষে তাঁর গোল ২৭টি। এরপর দ্বিতীয় পছন্দের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তাঁর গোল ২৫টি। তালিকায় আছে হেতাফে, সেলতা ভিগো এবং চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

যে ১০ দলের বিপক্ষে সবচেয়ে বেশি গোল

রোনালদোকে গোলে সহায়তায় যারা এগিয়ে

গোল কখনো কেউ একা করতে পারে না। বিল্ডআপ থেকে শুরু করে শেষ পাসটি আসা পর্যন্ত নানাভাবে পরিবর্তিত হয় গোলের ভাগ্য। রোনালদোকেও ক্যারিয়ারজুড়ে অনেকে অ্যাসিস্ট করেছেন। যাঁদের মধ্যে সবার ওপরে আছেন করিম বেনজেমা। ৪২ গোলে রোনালদোকে সহায়তা করেছেন এই ফরাসি তারকা। এরপর আছে গ্যারেথ বেল, মেসুত ওজিল, আনহেল দি মারিয়া এবং মার্সেলোর মতো খেলোয়াড়ও।

সহায়তায় যাঁরা এগিয়ে

ম্যাচের কোন সময়ে কত গোল

অসংখ্য ম্যাচে রোনালদোর গোলে জয় পেয়েছে দলগুলো। কখনো শুরুতে কখনো ম্যাচে মাঝামাঝি আবার কখনো শেষ মুহূর্তে রোনালদোর গোলে বদলেছে ম্যাচর ভাগ্য। তবে ম্যাচের সময় ভাগ করলে রোনালদো সবচেয়ে বেশি গোল করেছেন ৭৬ থেকে ৯০ মিনিটের মধ্যে। এ সময়ে রোনালদোর গোল ২১১টি। এরপর দ্বিতীয় সর্বোচ্চ গোল এসেছে ৬১ থেকে ৭৫ মিনিটের মধ্যে। এ সময়ে রোনালদোর গোল ১৫১টি। এ ছাড়া ম্যাচের ৩১ মিনিট থেকে ৪৫ মিনিটের মধ্যেও রোনালদোর গোলের ধারা বেশ ভালো। এ সময়ে তাঁর গোল ১৪৭টি।

ম্যাচের কোন সময়ে কত গোল