এমবাপ্পে চান, পিএসজি তাঁর আগে চ্যাম্পিয়নস লিগ না জিতুক
কিলিয়ান এমবাপ্পের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। রিয়াল মাদ্রিদে গিয়ে এখনো ধারাবাহিক হতে পারেননি এই ফরাসি তারকা। শুধু গোল করার দিক থেকেই নয়, পারফরম্যান্সেও যেন চিরচেনা সেই এমবাপ্পেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে কারণে বেশ সমালোচনার মধ্যেও যেতে হচ্ছে বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে।
ছন্দে ফেরার অপেক্ষায় থাকা এমবাপ্পে সম্প্রতি খোলামেলা এক সাক্ষাৎকার দিয়েছেন এক ফ্রেঞ্চ টেলিভিশনকে। সাক্ষাৎকারে মাদ্রিদে তাঁর নতুন জীবন, চ্যাম্পিয়নস লিগ জয়ের আকাঙ্ক্ষা এবং লিওনেল মেসির সঙ্গে সম্পর্কসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন।
এমবাপ্পের রিয়ালে যাওয়ার অন্যতম কারণ তাঁর চ্যাম্পিয়নস লিগ জয়ের আকাঙ্ক্ষা। এর আগে পিএসজির হয়ে চেষ্টা করেও এই শিরোপা জেতা হয়নি তাঁর। এখন রিয়ালের হয়ে সেই অপূর্ণতা দূর করতে চান এমবাপ্পে। এমনকি তাঁর আগে পিএসজি চ্যাম্পিয়নস লিগ জিতুক, সেটিও চান না তিনি।
সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছেন, ‘আমি জানি খেলোয়াড়দের মনে কী কাজ করে। চ্যাম্পিয়নস লিগ নিয়ে ঘোরের কারণে যে জটিলতা তৈরি হয়, আমাকেও তার ভেতর দিয়ে যেতে হয়েছে। আমার চাওয়া আপাতত তারা (পিএসজি) যেন চ্যাম্পিয়নস লিগ না জেতে। কারণ, আমি নিজে সেটা জিততে চাই। আশা করি, তারা ভবিষ্যতে জিতবে। তারা এটার কারণে অনেক ভুগেছে। তবে এখন না জিতুক, (আগে) আমাকে এটা জিততে হবে। আমি প্যারিসে নিজের ইতিহাস লিখেছি। আমি রেকর্ড ভেঙেছি, শিরোপা জিতেছি। আর এখন আমি বিশ্বের সেরা ক্লাবে খেলছি।’
মাদ্রিদে কেমন আছেন, এর উত্তরে এমবাপ্পে বলেছেন, ‘আমি খুব খুশি। এখানে আমি জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। বিদেশে এটা আমার প্রথম অভিজ্ঞতা। আমি সুন্দর একটা দেশকে আবিষ্কারের মধ্যে আছি। এখানকার মানুষেরা ভালো, দেশটাও দারুণ।’
সাক্ষাৎকারে মেসির সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন এমবাপ্পে। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে ফ্রান্সের হারের পর মেসির ওপর ক্ষুব্ধ ছিলেন জানিয়ে এমবাপ্পে বলেন, ‘বিশ্বকাপ ফাইনালের পর আমি যখন পিএসজির অনুশীলনে মেসিকে দেখি, তখনো ক্ষুব্ধ ছিলাম। কিন্তু সে বলেছিল, আমি এরই মধ্যে (২০১৮ সালে) এটা জিতেছি এবং এটা ছিল তার পালা। আমি সত্যিই অনেক ক্ষুব্ধ ছিলাম। কিন্তু এরপরও তাকে সম্মান জানাতে হবে, কারণ, মানুষটা মেসি। হাসিঠাট্টার মধ্য দিয়ে আমাদের বরফ গলেছে। কারণ, এর আগে আমরা একটা লড়াইয়ে ছিলাম। সেই ফাইনাল দিয়ে আমরা স্মৃতি তৈরি করেছিলাম। আমার ধারণা, ফাইনালটা আমাদের আরও কাছাকাছি এনেছিল।’
বিশ্বকাপ হারানোয় রাগ থাকলেও পিএসজিতে একসঙ্গে খেলার সময় মেসির কাছ থেকে অনেক কিছু শেখার কথা অকপটে স্বীকার করে নিয়েছেন এমবাপ্পে, ‘আমি তার কাছ থেকে অনেক শিখেছি। মেসি সবকিছু ভালোভাবে করে। এমন মানুষের কাছ থেকে আপনি সবকিছু শিখতে পারেন। আমি তাকে প্রায় জিজ্ঞাসা করতাম, “তুমি এটা কীভাবে করেছ, ওটা কীভাবে করেছ”?’