‘পেলে’ এখন বিশেষণ, যুক্ত হয়েছে অভিধানে
‘পেলে’ শব্দটি সবাই চেনেন নাম হিসেবে। এ নামটি ধারণ করে এক ব্রাজিলিয়ান নিজেকে এমনই উচ্চতায় নিয়ে গেছেন যে ‘পেলে’ এখন বিশেষণও। আর সেটা আভিধানিকভাবেই।
তর্কযোগ্যভাবে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত পেলে। তিনবারের বিশ্বকাপজয়ী এই ব্রাজিল কিংবদন্তি ২০২২ সালের ডিসেম্বরে ৮২ বছর বয়সে মারা যান। এএফপি জানিয়েছে, বুধবার পর্তুগিজ ভাষার একটি অভিধানে ‘পেলে’ শব্দটি ‘বিশেষণ’ হিসেবে যুক্ত করা হয়েছে।
মিখায়েলিজ নামের অভিধানটিতে ১ লাখ ৬৭ হাজারের বেশি শব্দ আছে। ব্রাজিল ও ব্রাজিলের বাইরে মিলিয়ে বিশ্বের ২৬ কোটি ৫০ লাখের মতো মানুষ পর্তুগিজ ভাষা ব্যবহার করে থাকেন। এখন থেকে ‘পেলে’ শব্দটিকে তাঁরা বিশেষণ হিসেবে ব্যবহার করতে পারবেন।
অভিধানে পেলে শব্দের অর্থ করা হয়েছে ‘অসাধারণ’, ‘অতুলনীয়’ ও ‘অনন্য’। বিশেষণ হিসেবে ‘পেলে’ ব্যবহারের উদাহরণও দেওয়া হয়েছে মিখায়েলিজে। যেমন ‘সে বাস্কেটবলের পেলে’, ‘সে ব্রাজিলিয়ান ড্রামার পেলে’।
ব্রাজিলের কথ্য ভাষায় বা অনানুষ্ঠানিক আলাপে কাউকে ‘বিশেষ’ বোঝাতে পেলের নাম ব্যবহার হয় অনেক দিন ধরেই। তবে ‘বিশেষ্য’ এবার ‘বিশেষণ’ হিসেবে নথিবদ্ধ হলো আনুষ্ঠানিকভাবে।
পেলে শব্দটিকে বিশেষণ হিসেবে অন্তর্ভুক্তির জন্য যৌথভাবে কাজ করেছিল পেলে ফাউন্ডেশন, পেলের সাবেক ক্লাব সান্তোস ও ব্রাজিলের টিভি চ্যানেল স্পোরটিভি। অভিধানে পেলে বিশেষণ যুক্ত হওয়ার পর পেলে ফাউন্ডেশনের ইনস্টাগ্রামে বলা হয়, ‘যে অভিব্যক্তিটি ইতিমধ্যেই এমন কাউকে বোঝাতে ব্যবহৃত হয় যে তারা যা করে তাতে সেরা, তা অভিধানের পাতায় চিরন্তন হয়ে গেছে।’
আপাতত মিখায়েলিজের অনলাইন ভার্সনে ‘পেলে’ বিশেষণ যুক্ত করা হয়েছে। পরে ছাপা সংস্করণে অন্তর্ভুক্ত করা হবে।