অস্কারে ‘মেসি’, কীভাবে কোন সিনেমার জন্য
বাংলাদেশ সময় আজ ভোরবেলা লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কারের আসর। এর আগে রাত তিনটায় এমএলএসের ম্যাচে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে মন্ট্রিয়লের মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। সেই ম্যাচে মেসি না খেললেও স্ট্যান্ডে বসে উপভোগ করেছেন দলের খেলা। এরপর অবশ্য ‘মেসি’কে অস্কারেও দেখা গেছে!
তবে কি ম্যাচ শেষ করে প্রায় সাড়ে চার ঘণ্টা বিমানভ্রমণ করে ডলবি থিয়েটারে গিয়ে হাজির হয়েছিলেন মেসি? নাহ্, লিগে প্রথম হারের দেখা পাওয়া দলকে ছেড়ে মেসি অস্কার উপভোগ করতে যাননি। অস্কারে যে মেসি উপস্থিত ছিল, সেটি অন্য ‘মেসি’। সেই ‘মেসি’ হচ্ছে মূলত অভিনেতা এক কুকুর। আর্জেন্টাইন মহাতারকার নামেই রাখা হয়েছে তার নাম।
অস্কার পুরস্কারের অনুষ্ঠানে নিজের অভিনীত চলচ্চিত্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিল কুকুরটি। শুধু উপস্থিতই ছিল না, আকর্ষণের কেন্দ্রেও ছিল সে। এমনকি রবার্ট ডাউনি জুনিয়র সেরা সহ-অভিনেতার পুরস্কার জেতার পর সবার সঙ্গে ‘মেসি’র অভিবাদন জানানোর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
‘মেসি’ নামের কুকুরটি অভিনয় করেছে জাস্টিন ট্রেইট পরিচালিত ‘অ্যানাটমি অব আ ফল’ চলচ্চিত্রে। যে চলচ্চিত্র পুরস্কারের জন্য পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছিল: সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা সম্পাদনা।
এই ছবিতে স্নুপের চরিত্রে অভিনয় করেছিল মেসি নামের কুকুরটি। ভাইরাল ছবিতে অনুষ্ঠানে বেশ পরিপাটি হয়ে নিজের আসনে বসে থাকতে দেখা গেছে তাকে। এমনকি পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপক জিমি কিমেলের সঙ্গে ছবিও তুলেছে ‘মেসি’। এই ‘মেসি’ অবশ্য এর আগে অভিনয়ের জন্য স্বীকৃতিও পেয়েছে। কান চলচ্চিত্র উৎসবে ‘পাম ডগ’ পুরস্কার দেওয়া হয়েছে তাকে।
ব্রিটিশ ‘বর্ডার কলি’ জাতের কুকুরটির নাম ‘মেসি’ রাখা নিয়ে তার ট্রেনার লরা মার্টিন কনটিনি বলেছেন, ‘ফ্রান্সে আমরা যদি খাঁটি জাতের কুকুর নিই, তবে প্রতিবছর তার নামে একটি চিঠি আসে। আমার সন্তানেরা ফুটবলার মেসিকে ভালোবাসে। তারা আমাকে বলে তাকে মেসি বলে ডাকতে।’