দেখে নিন ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ৪টি গোল

আর্জেন্টিনার গোল উদযাপনএক্স

একেবারেই এক তরফা লড়াই! ব্রাজিলকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি–লাওতারো মার্তিনেজদের ছাড়াই আর্জেন্টিনা জিতেছে ৪-১ গোলে। নিজেদের বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে এটাই সবচেয়ে বাজে হার ব্রাজিলের। বাস্তবতা হচ্ছে, আরও তিন-চারটি গোল করতে পারত আর্জেন্টিনা। মিস করেছেন ফার্নান্দেজ-পারেদেসরা।

কীভাবে হয়েছে ম্যাচে আর্জেন্টিনার গোলগুলো, চলুন দেখে আসা যাক এক নজরে...

ম্যাচের চার মিনিটেই (৩ মিনিট ৪৭ সেকেন্ড) হুলিয়ান আলভারেজের গোল। সেটা আবার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে তৃতীয় দ্রুততম।

১২ মিনিটে আর্জেন্টিনার দ্বিতীয় গোল, এবার গোলদাতা এনজো ফার্নান্দেজ।

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার তিন নম্বর গোলটা করেছেন ম্যাচের ৩৭তম মিনিটে।

চার নম্বর গোলটা ৭১ মিনিটে, তালিয়াফিকোর ক্রস বেশ কঠিন কোণ থেকে নেওয়া শটে গোল করেন জুলিয়ানো সিমিওনের