ফাহামিদুলের বাদ পড়াকে ‘বাজে উদাহরণ’ বলছেন বাংলাদেশের সাবেকরা
ভারত ম্যাচ সামনে রেখে সপ্তাহখানেক সৌদি আরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে অনুশীলন করেছেন ফাহামিদুল ইসলাম। মরুর দেশে ক্যাম্প শেষে আজ সকালে ঢাকা বিমানবন্দরে কোচ হাভিয়ের কাবরেরা সাংবাদিকদের জানান ফাহামিদুল থাকছেন না তাঁর স্কোয়াডে। এর পর থেকেই বাংলাদেশি এই ফুটবলারের বাদ পড়া নিয়ে চলছে আলোচনা।
এভাবে ক্যাম্প থেকে ফাহামিদুলকে বিদায় করে দেওয়াকে ভালোভাবে নেননি বাংলাদেশ ফুটবলের সাবেকরা। সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য আজ নিজের ফেসবুক হ্যান্ডলে লেখেন, ‘আমি হতাশ হয়েছি ফাহামিদুল বাদ পড়াতে। ইতালিয়ান ফুটবলে চতুর্থ ডিভিশনে খেলা একজন খেলোয়াড় এবং ট্রেনিং ম্যাচে হ্যাটট্রিক করা খেলোয়াড়… যার মাঝে অনেক সম্ভাবনা আছে তাকে ফাইনাল স্কোয়াডে রাখলে ভালো করত আমার বিশ্বাস।’
বর্তমানে ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে খেলছেন ফাহামিদুল। গত ১০ মার্চ সৌদির ক্যাম্পে যোগ দেন তিনি। সেখানে প্রস্তুতি ম্যাচের একাদশেও ছিলেন। অথচ তাঁকে বাদ দেওয়া নিয়ে কোচ কাবরেরার ব্যাখ্যা, ‘সে খুবই প্রতিভাবান ফুটবলার। দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে দেখা হওয়ায় তাঁর জন্য ভালোই হলো। আসলে সে এখনো তরুণ, বাকিদের সঙ্গে মানিয়ে নিতে তাঁর আরও সময় লাগবে।’
বাদ পড়ায় ভবিষ্যতে বাংলাদেশের হয়ে ফাহামিদুলের খেলার আগ্রহ থাকবে কি না এ নিয়ে সন্দিহান সাবেক গোলরক্ষক কোচ বিপ্লব, ‘এই মুহূর্তে ফাহামিদুলকে বাদ দেওয়ায় ভবিষ্যতে তার লাল–সবুজের জার্সির প্রতি এমন আগ্রহ থাকবে কি না সেটা দেখার বিষয়।’
আরেক সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম তো বলেই দিলেন, এটা বাজে উদাহরণ তৈরি হলো। ফাহামিদুলের বাদ পড়া নিয়ে আজ প্রথম আলোকে তিনি বলেন, ‘আপনি তাকে মাঠে নাও নামাতে পারতেন; কিন্তু এভাবে বিদায় করে দিলেন। এটা একটা বাজে উদাহরণ। তাকে রাখা উচিত ছিল।’
আসলামের সঙ্গেই সুর মেলালেন জাহিদ হাসান এমিলি। দেশের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ গোল করা সাবেক এই ফরোয়ার্ড বলছেন কাউকে এভাবে হতাশ করা ঠিক নয়, ‘যারা (প্রবাসী) বাংলাদেশের হয়ে খেলতে চায় তাদের গুরুত্ব দিতে হবে। কারণ, এভাবে বাদ দিলে পরবর্তী সময়ে কেউ আসতে চাইলে ফাহামিদুলের উদাহরণটা সামনে আসবে। আপনি তো তাকে দেখেশুনেই এনেছেন, তাহলে এখন আবার ক্যাম্প থেকেই কেন বাদ দিলেন।’
ভারত ম্যাচের জন্য প্রথমে ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছিলেন কাবরেরা। এরপর অনুশীলন শুরুর আগে হুট করেই সেই তালিকা থেকে ৮ ফুটবলারকে বাদ দেওয়া হয়। তখনো স্কোয়াডে ছিলেন ফাহামিদুল। কিন্তু ভারত ম্যাচের ঠিক ৭ দিন আগে বাদ পড়লেন তিনি। যদিও প্রাথমিক স্কোয়াড ঘোষণার দিন এই ফুটবলারের প্রশংসা করেছিলেন কাবরেরা। এখন তিনিই বলছেন ফাহামিদুলের আরও সময় প্রয়োজন!
২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ রাতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে শেফিল্ড ইউনাইটেডে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর। এরপর ১৯ মার্চ ঢাকায় অনুশীলন সেশন শেষে ২৩ জনের চূড়ান্ত দল নিয়ে ২০ মার্চ শিলংয়ের উদ্দেশে রওনা করবেন মিতুল-মোরছালিনরা।