২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অপ্রাপ্তবয়স্কের আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার রিয়ালের ৩ খেলোয়াড়

রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুছবি: টুইটার

অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের যৌন ভিডিও ছড়ানোর অভিযোগে রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দলের তিন খেলোয়াড়কে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ, তবে খেলোয়াড়দের নাম প্রকাশ করা হয়নি।

সিভিল গার্ড পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ১৬ বছর বয়সী মেয়েটির মা এ মাসের শুরুতে ক্যানারি দ্বীপপুঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ নিয়ে অভিযোগ করেন। এরপর রিয়ালের অনুশীলনের মাঠ থেকে তিন খেলোয়াড়কে আটক করা হয়। আটক করা খেলোয়াড়দের বয়স ২১ থেকে ২২ বছরের মধ্যে।

আরও পড়ুন

সিভিল গার্ড পুলিশের মুখপাত্র বলেছেন, ‘অপ্রাপ্তবয়স্ক মেয়ের যৌন ভিডিও ছড়ানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। সে জন্য গ্রেপ্তার করা হয়েছে।’ সেই মুখপাত্র আরও জানিয়েছেন, খেলোয়াড়দের আটক করার পর তাঁদের মুঠোফোনে তল্লাশি চালানো হয় এবং জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। এই তিন খেলোয়াড়ের বাইরে রিয়ালের বয়সভিত্তিক দলের আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে পুলিশ।

রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, রিয়াল ‘বি’ (কাস্তিয়া) দলের এক খেলোয়াড় এবং ‘সি’ দলের তিন খেলোয়াড়ের ‘হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত ভিডিও ছড়ানোর অভিযোগে সিভিল গার্ড পুলিশের কাছে বিবৃতি দেওয়ার’ ঘটনাটা তারা জানে। বিবৃতিতে আরও বলা হয়, ‘ক্লাব পুরো ঘটনা বিশদভাবে জানার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

স্পেনের সংবাদমাধ্যম ‘এল কনফিডেনশিয়াল’ তদন্তকারী কর্তৃপক্ষের বরাত দিয়ে এই ঘটনা প্রথম প্রকাশ করে। সংবাদমাধ্যমটি দাবি করেছে, এই তদন্তের মূল লক্ষ্য রিয়াল ‘সি’ দলের এক খেলোয়াড়। ১৬ বছর বয়সী সেই মেয়েটির সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যৌন সম্পর্ক স্থাপনের ভিডিও করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এরপর মেয়েটির অনুমতি ছাড়াই সে বাকি খেলোয়াড়দের হোয়াটসঅ্যাপে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে বলে জানানো হয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে।

আরও পড়ুন

যৌনতার অন্য ঘটনায় এখন এমনিতেই উত্তাল স্প্যানিশ ফুটবল। স্পেন নারী দল বিশ্বকাপ জেতার পর এই বিতর্ক শুরু হয় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসকে ঘিরে। বিশ্বকাপের বিজয় মঞ্চে স্পেনের খেলোয়াড় হেনি হেরমোসোর ঠোঁটে চুমু দিয়ে চরম সমালোচনার শিকার হন রুবিয়ালেস। ফিফা তাঁকে প্রাথমিকভাবে নিষিদ্ধ করার পাশাপাশি স্পেনের আদালতে তাঁর বিরুদ্ধে আইনি অভিযোগও তোলা হয়েছে। বাধ্য হয়েই পদত্যাগ করতে হয় রুবিয়ালেসকে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, আজ আদালতে তাঁর শুনানি শুরু হবে।

রিয়ালের তিন খেলোয়াড় গ্রেপ্তার হওয়ার পর স্পেনের মন্ত্রী ইরিন মন্তেরো টুইট করেন, ‘অনুমতি ছাড়া কারও যৌনতার ছবি ছড়ানো অপরাধ। এ নিয়ে অন্য কিছু ভাবার সুযোগ নেই। সব নারীর অধিকার নিশ্চিত করতে হবে। ভুক্তভোগী ও তার পরিবারের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।’

আরও পড়ুন