জুভেন্টাসের গায়েও হারের দাগ, রইল বাকি পিএসজি
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে জুভেন্টাস লিখে সার্চ করলে ট্রল ফুটবল পেজের সাম্প্রতিক একটি ভিডিও সামনে আসছে।
সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি সারিবদ্ধভাবে দাঁড়ানো অনেককে একই ধরনের বোতলজাত পণ্য বিতরণ করছেন। ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে জুভেন্টাস, বোতলজাত পণ্য হলো ১ পয়েন্ট আর সারি হয়ে সেই পণ্য নেওয়া মানুষেরা হলো জুভেন্টাসের প্রতিপক্ষ।
আসলে হাসির খোরাক জোগানো ওই ভিডিওর মাধ্যমে ২০২৪-২৫ মৌসুমে ইতালিয়ান সিরি ‘আ’-কে জুভেন্টাসের পারফরম্যান্সের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। তুরিনের বুড়িরা যেন ‘ড্র বিশেষজ্ঞ’ কোনো ক্লাব উঠেছিল।
লিগে নিজেদের প্রথম ২১ ম্যাচেই তারা অপরাজিত ছিল। তবু পয়েন্ট তালিকার শীর্ষে নেই। কারণ, ওই ২১ ম্যাচের ১৩টিতেই প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল, জিতেছিল বাকি ৮ ম্যাচ।
সেই জুভেন্টাস অবশেষে হারের তেতো স্বাদ পেয়েছে। গত রাতে নাপোলির কাছে হারের পর ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এবারের মৌসুমে অপরাজিত দলের সংখ্যা নেমে এসেছে একে। শুধু ফ্রেঞ্চ লিগ আঁ চ্যাম্পিয়ন পিএসজিই এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি।
সিরি ‘আ’তে ১৩ হলেও মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে জুভেন্টাসের ড্রয়ের সংখ্যাটা ছিল আর বেশি—১৬টি, যা একটা রেকর্ডে কোচ থিয়াগো মোত্তাকে কিংবদন্তি রবার্তো মানচিনির কাছাকাছি নিয়ে এসেছিল। একুশ শতকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো ক্লাবের কোচ হিসেবে নিজের প্রথম ৩০ ম্যাচের ১৭টিতেই ড্র করে সবার ওপরে মানচিনি। ১৬টি ড্র নিয়ে দুইয়ে মোত্তা।
সেই মোত্তার দল গত রাতে ২-১ গোলে হেরেছে নাপোলির কাছে। এর মধ্য দিয়ে লিগে তুরিনের ক্লাবটির টানা ২৯ ম্যাচের অপরাজিত ধারায় ছেদ পড়েছে। মোত্তার কোচিংয়ে ২০২৪-২৫ লিগ মৌসুমে প্রথম ২১ ম্যাচ এবং পাওলো মন্তেরো ও মাসিমিলিয়ানো আলেগ্রির কোচিংয়ে ২০২৩-২৪ মৌসুমের শেষ ৮ ম্যাচে অপরাজিত ছিল জুভেন্টাস।
অথচ নিজেদের মাঠ ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে পিছিয়ে ছিল নাপোলি। পিএসজি থেকে ধারে আসা রান্দাল কোলো মুয়ানি জুভেন্টাসের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেন।
তবে বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় আন্তোনিও কন্তের নাপোলি। ৫৭ মিনিটে সমতা আনেন আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো আঙ্গিসা। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধানে ২-১ করে ফেলেন রোমেলু লুকাকু, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে যা তাঁর ২০০তম গোল।
সিরি ‘আ’-তে জুভেন্টাসের প্রথম হারে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের এবারের মৌসুমে এখন একমাত্র অপরাজিত দল মোত্তারই সাবেক ক্লাব পিএসজি। ২০১৮ সালে পিএসজিতে থাকতেই খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছিলেন মোত্তা। এই মৌসুমে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে ফ্রেঞ্চ লিগ আঁ চ্যাম্পিয়নদের জয় ১৪টি, ড্র করেছে ৫ ম্যাচে।
অজেয় যাত্রা থামায় স্বাভাবিকভাবেই হতাশ জুভেন্টাস কোচ মোত্তা। ম্যাচ শেষে ডিএজেডএনকে তিনি বলেছেন, ‘আমরা প্রথমার্ধে ভালো খেলেছি, প্রতিপক্ষকে অনেকবার সমস্যায় ফেলেছি।’
হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডিফেন্ডারদের ভুল সামনে এনেছেন মোত্তা, ‘আমাদের পরিকল্পনা ছিল প্রেস করে খেলা এবং রক্ষণ আগলে রাখা। কিন্তু আমরা তা পারিনি। কারণ, আমাদের সামর্থ্যে ঘাটতি ছিল। আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর থেকে নাপোলি সুবিধা পেয়েছে।’
প্রথম হারের পরও ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে জুভেন্টাস। চূড়ায় থাকা নাপোলির পয়েন্ট ৫৩।