ইউরোতে জাতিবিদ্বেষী স্লোগান দিয়ে নিষিদ্ধ আলবেনিয়ার ফুটবলার

আজ স্পেনের বিপক্ষে খেলা হচ্ছে না মিরলান্ড ডাকুররয়টার্স

গত বুধবার ইউরোর ক্রোয়েশিয়া–আলবেনিয়া ম্যাচটি শেষ হয়েছিল বেশ নাটকীয়ভাবেই। ২–১ গোলে পিছিয়ে থাকা আলবেনিয়া যোগ করা সময়ের ৫ মিনিটের গোলে ম্যাচে সমতা আনে। স্বাভাবিকভাবেই গ্যালারিতে থাকা আলবেনীয় সমর্থকেরা ছিলেন উচ্ছ্বসিত। আর সেই উচ্ছ্বাসের মধ্যেই জাতিবিদ্বেষী স্লোগান ধরেছিলেন অনেকে। যার সঙ্গে গলা মিলিয়ে আলবেনিয়ান ফুটবলার মিরলান্ড ডাকু এখন নিষিদ্ধ।

২৬ বছর বয়সী এই ফুটবলারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। এ ছাড়া প্রায় ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা হয়েছে আলবেনিয়ান ফুটবল ফেডারেশনেরও।

নিষেধাজ্ঞা দেওয়ার বিজ্ঞপ্তিতে উয়েফা লিখেছে, ‘আচরণের সাধারণ নীতিমালা পরিপালনে ব্যর্থতা, শোভন আচরণের মৌলিক নিয়মের লঙ্ঘন, খেলাধুলার আয়োজনকে অ–খেলাধুলাবিষয়ক কাজে ব্যবহার এবং ফুটবল খেলায় দুর্নাম আনয়নে’র দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন ডাকু।’

হামবুর্গে ক্রোয়েশিয়ার সঙ্গে ড্রয়ের পর আলবেনিয়ার সমর্থকেরা সার্বিয়া ও নর্থ মেসিডোনিয়াকে উদ্দেশ্য করে বিদ্বেষমূলক স্লোগান ধরেছিলেন। গত শতাব্দীর শেষ দিকে হওয়া কসোভো যুদ্ধকে ঘিরে আলবেনীয় ও সার্বদের সম্পর্ক অনেকটাই বিদ্বেষপূর্ণ। সেটিরই ছাপ দেখা গেছে আলবেনিয়ানদের মুখে। এ সময় কেউ কেউ ‘সার্বদের হত্যা করো’ স্লোগানও দেয়।

আরও পড়ুন

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের শেষ দিকে বদলি নামা ডাকু সমর্থকদের উল্লাসের মধ্যে হাতে মেগাফোন নিয়ে তাদের সঙ্গে স্লোগান দিতে শুরু করেন। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সার্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এফএএস)। সভাপতি জোবান সারবাতোভিচ তাঁর দেশের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণের শাস্তি চেয়ে ফুটবল দলকে ইউরো থেকে প্রত্যাহার করে নেওয়ার হুমকিও দেন।

মিরলান্ড ডাকু ক্লাব ফুটবলে রাশিয়ার কাজানের হয়ে খেলেন
রয়টার্স

গত বছর কসোভো থেকে আলবেনিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া ডাকু পরে এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘অন্য সব ফুটবলারের মতো আমারও মাঠের ওই ধরনের সময়ে আবেগ থাকে অন্য রকমের। যেটা শুধু মাঠেই অনুভব করা যায়। জাতীয় দলের হয়ে খেলার অনুভূতি বর্ণনা করা কঠিন, বিশেষ করে সমর্থকদের জন্য, যারা আমাদের সীমাহীন ভালোবাসে।’

আরও পড়ুন

উয়েফা ডাকুকে ২ ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি আলবেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে সাড়ে ৪৭ হাজার ইউরো জরিমানা করেছে। এর মধ্যে ‘খেলাধুলার সঙ্গে বেমানান প্ররোচণামূলক বার্তা প্রচারের’ জন্য ২৫ হাজার ইউরো, সমর্থকদের ‘মাঠে অনধিকার প্রবেশে’র জন্য ২০ হাজার ইউরো এবং আতশবাজি পোড়ানোর দায়ে ২ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়। এ ছাড়া একই ম্যাচে ক্রোয়েশিয়াকে তাদের সমর্থকদের মাঠে আতশবাজি পোড়ানো ও আলোকরশ্মি দিয়ে সমস্যা ঘটানোর জন্য ২৮ হাজার ইউরো জরিমানা করা হয়।

ইউরোয় ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ স্পেনের মুখোমুখি হবে আলবেনিয়া। একই সময়ে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ইতালি। স্পেন ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে এবং ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ইতালি দুইয়ে আছে। ১ পয়েন্ট নিয়ে আলবেনিয়া আছে তৃতীয় স্থানে, সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ক্রোয়েশিয়া।

আরও পড়ুন