মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ দলের একাদশে সাদউদ্দিন
বিশ্বকাপ প্রাক বাছাইপর্বে মালদ্বীপের বিপক্ষে ঘরের মাঠে আজ ফিরতি পর্বের ম্যাচে বাংলাদেশ দলের প্রথম একাদশে আছেন সাদউদ্দিন। ১২ অক্টোবর মালেতে বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ডের প্রথম পর্বের ম্যাচে বদলি নামা সাদের গোলেই সমতায় ফিরেছিল বাংলাদেশ। আজ তাঁকে শুরুর একাদশে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা।
একটা সময় একাদশে নিয়মিত জায়গা পেলেও মাঝে নিজেকে হারিয়ে ফেলেছিলেন সাদ। বাজে ফর্ম এবং চোটের কারণে প্রচারের আলোয় আসতে পারছিলেন না। অবশেষে সাদ আবার ফিরলেন আলোচনায়।
গত কয়েকটি ম্যাচে বাংলাদেশ দলের নিয়মিত একাদশে থাকা লেফট-ব্যাক ইসা ফয়সালের জায়গায় আজ খেলবেন সাদ। মালের ম্যাচে ৮৭ মিনিটের গোলে মালদ্বীপ ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর নিশ্চিত হার দেখছিল হাভিয়ের কাবরেরার দল। ৮৯ মিনিটে বিশ্বনাথ ঘোষের জায়গায় মাঠে নামেন সাদ। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রাকিব হোসেনের ক্রস থেকে বল পেয়ে গোল করেন তিনি।
আজ বাংলাদেশ সময় পৌনে ৬টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হবে বাংলাদেশ-মালদ্বীপ। এই ম্যাচের জয়ী দল পাবে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপপর্বে খেলার সুযোগ। প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় আজকের ম্যাচের নির্ধারিত সময়ে দুই দল সমতায় থাকলে ফল নির্ধারণে অতিরিক্ত সময়ে যাবে। সেখানেও সমতা থাকলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে।
বাংলাদেশের একাদশ: মিতুল মারমা, বিশ্বনাথ ঘোষ, সাদউদ্দিন, শাকিল হোসেন, মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা (জুনিয়র), তারিক কাজী, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।