পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই ফুটবল সমর্থকের মৃত্যু, ম্যাচ বাতিল

পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছবি : এএফপি

দক্ষিণ আমেরিকার শীর্ষ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেসে গত রাতে কোলো কোলোর বিপক্ষে খেলতে চিলিতে গিয়েছিল ব্রাজিলের ক্লাব ফোর্তালেজা। কিন্তু খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে ঘটেছে অপ্রীতিকর ঘটনা।

চিলির রাজধানী সান্তিয়াগোর মনুমেন্তাল স্টেডিয়ামের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচ শুরুর আগে প্রায় ১০০ সমর্থক টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চড়াও হতে বাধ্য হয়। এতে দুজন প্রাণ হারান।

সংঘর্ষে হতাহতের ঘটনায় ম্যাচটি বাতিল করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এক বিবৃতিতে সংস্থাটি লিখেছে, ‘কোলো কোলো ও ফোর্তালেজার মধ্যে ম্যাচ শুরুর আগে মনুমেন্তাল স্টেডিয়ামের কাছে দুই সমর্থকের মৃত্যুর ঘটনায় কনমেবল গভীরভাবে শোকাহাত। আমরা নিহত ব্যক্তিদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

হতাহতের ঘটনায় কোলো কোলো–ফোর্তালেজার ম্যাচ বাতিল ঘোষণা করেছে কনমেবল
ছবি: এএফপি

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত দুজনই অল্প বয়সী। একজন ১৩ বছরের বালক, অন্যজন ১৮ বছরের তরুণী। ওই তরুণীর বোন বারবারা পেরেজ জানিয়েছেন, গুরুতর আহত হওয়ার পরপরই তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।

বারবারা পেরেজের দাবি, তাঁর বোন স্টেডিয়ামে ধসে পড়া একটি বেষ্টনীর নিচে আটকা পড়েন। এ সময় পুলিশের একটি গাড়ি তাঁকে পিষে দিয়ে চলে যায়। নিহত তরুণীর কাছে টিকিট ও পরিচয়পত্রও ছিল বলে দাবি বারবারার।

এ ব্যাপারে চিলির কৌঁসুলি ফ্রান্সিসকো মোরালেস বলেছেন, ‘আমরা জানতে পেরেছি, সংঘর্ষে ধসে পড়া বেষ্টনীর নিচে আটকা পড়ে দুজন মারা গেছেন। তাঁদের মৃত্যুর সঙ্গে পুলিশের গাড়ির কোনো সম্পৃক্ততা আছে কি না, সে ব্যাপারে তদন্ত চলছে।’

পুলিশের গাড়ি সমর্থকদের চাপা দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে
ছবি: এএফপি

চিলির উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা আলেক্স বাহামোন্দেস বলেছেন, ‘এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে তাঁর বিবৃতি নেওয়া হচ্ছে।’