এ সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩’। দেশের বিভিন্ন অঞ্চলের ৩৩টি বিশ্ববিদ্যালয় নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট উপলক্ষে শুরু হয়েছে ট্রফি ট্যুর। এরই মধ্যে ঢাকা অঞ্চলের অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ট্রফি নিয়ে হাজির হয়েছেন আয়োজকেরা।
শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সফলতা কামনা করে ট্রফি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। কেউবা এগিয়ে এসে ট্রফির সঙ্গে ছবি তোলেন আবার কেউবা আবার টুর্নামেন্টের থিম সংয়ের সঙ্গে নেচেগেয়ে নিজের দলের প্রতি সমর্থন জানান।
১১ জুলাই শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ক্যাম্পাস থেকে ট্রফি ট্যুর শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা ট্রফি নিজ হাতে ছুঁয়ে দেখেন এবং এবারের আয়োজনে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাঠে অনুশীলন করছিল ফুটবল দল, তারা মাঠ থেকে ছুটে এসে ট্রফি উঁচিয়ে ধরে বিজয় চিহ্ন দেখায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থী ও কর্মকর্তাদের নিয়ে ক্যাম্পাসে ট্রফি বরণ করে নেন। এরপর ট্রফি যায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে। প্রথম দিনে ট্রফি ট্যুর শেষ হয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসের মাধ্যমে।
আজ ১২ জুলাই সকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চার হাজার নবীন শিক্ষার্থীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মঞ্চে ট্রফি উঁচিয়ে ধরেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ড. সৈয়দ মিজানুর রহমান।
এরপর একে একে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি-বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে ট্রফি নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকেরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশয়ে উপাচার্য ড. জহিরুল হক এবং সহ-উপাচার্য রিদওয়ানুল হক উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের নিয়ে ট্রফি বরণ করতে।
এরপর ট্রফি যায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ট্রফি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত হন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহীসহ শিক্ষকেরা। আগামীকাল শেষ দিনে ঢাকা অঞ্চলের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ট্রফি ট্যুর শেষ হবে।
আগামী ১৪ জুলাই চট্টগ্রাম অঞ্চলের খেলা দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কুমিল্লা অঞ্চলের খেলা হবে ১৬ জুলাই। আর ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসের মাঠে ঢাকা অঞ্চলের গ্রুপ পর্বের খেলা হবে ১৮ থেকে ২৩ জুলাই।