যে কারণে টটেনহামের খেলা দেখা যায় না উত্তর কোরিয়ায়
উদ্ভট ও বিস্ময়কর সব কাণ্ড ঘটিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হতে দেখা যায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনকে। সেই ধারাবাহিকতায় এবার ফুটবলীয় এক কাণ্ডে আলোচনায় আসলেন কিম। উত্তর কোরিয়ার এই শাসক নাকি নিজের দেশে টটেনহামের খেলা দেখানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই নিষেধাজ্ঞা?
বেশ অদ্ভুত এক কারণে টটেনহামের খেলা দেখার ওপর কিমের এই নিষেধাজ্ঞা। কারণটা হচ্ছে, প্রিমিয়ার লিগের এই ক্লাবের অধিনায়ক একজন দক্ষিণ কোরিয়ান। তিনি দলের অন্যতম সেরা তারকা সন হিউং-মিন। দ্য সানের বরাতে ফক্স স্পোর্টস জানিয়েছে, যদি কোনো দলে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় থাকেন, তবে সেসব দলের খেলা উত্তর কোরিয়ায় প্রদর্শন করা হবে না
এমন সিদ্ধান্তে অবশ্য শুধু উত্তর কোরিয়ার টটেনহাম–ভক্তদের মন খারাপ হবে, তা–ই নয়, এর ফলে ভুক্তভোগী হবেন কিম নিজেও। যেমন আজ রাতে মাঠে নামবে কিমের প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এই ম্যাচ দেখা হবে না তাঁর। কারণ, এই ম্যাচে ইউনাইটেডের প্রতিপক্ষ যে নিষেধাজ্ঞায় পড়া টটেনহাম। আর নিষেধাজ্ঞার কারণে হতাশা নিয়েই থাকতে হবে তাঁকে।
শুধু টটেনহামই নয়, উলভস এবং ব্রেন্টফোর্ডের ম্যাচও দেখা যাবে না উত্তর কোরিয়ায়। এই দুই ক্লাবেও দক্ষিণ কোরিয়ার দুজন ফুটবলার খেলে থাকেন। উলভসে খেলেন ফরোয়ার্ড হওয়াং হি-চ্যান আর ব্রেন্টফোর্ডে খেলেন ডিফেন্ডার কিম জি-সো।
এদিকে যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের অনুসন্ধানেও উঠে এসেছে চমকপ্রদ কিছু তথ্য। দক্ষিণ কোরিয়ান খেলোয়াড় থাকায় গত মৌসুমে উলভস ও ব্রেন্টফোর্ডের খেলা না দেখানোর বিষয়টিও জানিয়েছে তারা। সেন্টারের কর্মকর্তা মার্টিন উইলিয়ামস বলেছেন, ‘আমাদের কাছে বিষয়টা আগ্রহোদ্দীপক মনে হয়েছে। আমরা কেসিটিভিতে অনেক ফুটবল দেখেছি। এটা তাদের সম্প্রচার করা প্রধান খেলা।’
যদিও টিভিতে ফুটবল দেখতে এমনিতেই অনেক কাঠখড় পোড়াতে হয় উত্তর কোরিয়ার দর্শকদের। কারণ, সংবাদ বুলেটিনের আগে তাঁরা যে খেলাগুলো দেখেন, সেগুলো মূলত চার মাস পুরোনো। অর্থাৎ আজ যে ম্যাচ মাঠে গড়াচ্ছে, উত্তর কোরিয়ার দর্শকেরা সেটি দেখবেন আজ থেকে চার মাস পর, তা–ও পুরো ম্যাচ নয়। ৯০ মিনিটের ম্যাচ কেটেকুটে দেখানো হয় ৬০ মিনিট। এরপরও অবশ্য ফুটবল নিয়ে দেশটির দর্শকদের বেশ আগ্রহ। যেমনই হোক, খেলাটা তো ফুটবল।