২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সেই মেস্তায়ায় এবার ভিনিসিয়ুসের জোড়া গোলে উদ্ধার রিয়াল, বিতর্কের ম্যাচ ড্র

ভিনিসিয়ুসের জোড়া গোলও জেতাতে পারেনি রিয়াল মাদ্রিদকেএএফপি

ভ্যালেন্সিয়া ২: ২ রিয়াল মাদ্রিদ

ম্যাচের একেবারে শেষ মুহূর্ত। সবাই অপেক্ষায় রেফারির শেষ বাঁশির। ডানপ্রান্ত থেকে আক্রমণে উঠছিল রিয়াল। দলটির এক খেলোয়াড় যখন ক্রস করছেন পেনাল্টি বক্সে, রেফারির ম্যাচ শেষ করার লম্বা বাঁশি। বলটা তো রেফারির বাঁশি শুনে থামেনি, জুড বেলিংহামের মাথা ছুঁয়ে চলে গিয়েছিল জালে। কিন্তু ততক্ষণে তো ম্যাচ শেষ, গোলটাও তাই গোনা হলো না। নাটকীয় ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হলো ২–২ গোলেই।

এরপরই রিয়ালের খেলোয়াড়েরা ঘিরে ধরলেন রেফারিকে। বেলিংহাম একটু বেশিই প্রতিবাদ করেন, ফল লাল কার্ড দেখতে হলো ইংলিশ ফরোয়ার্ডকে।

শেষের সেই দৃশ্য, রেফারির সঙ্গে তর্ক করছেন জুড বেলিংহাম
এএফপি

মেস্তায়ায় ভ্যালেন্সিয়া–রিয়াল ম্যাচ মানেই তো বিতর্ক–বিসম্বাদ। নয় মাস আগের সেই ম্যাচটাই যেমন। যে ম্যাচের কথা কখনোই ভুলতে পারবেন না ভিনিসিয়ুস জুনিয়র। গত বছরের ২১ মের কথা। মেস্তেয়ায় লা লিগা ম্যাচে স্বাগতিক ভ্যালেন্সিয়ার মুখোমুখি রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে কী হয়নি ব্রাজিলিয়ান তরুণ উইঙ্গারের সঙ্গে। ভ্যালেন্সিয়ার সমর্থকেরা বর্ণবাদী গালি দিয়েছেন তাঁকে। বারবার বাজে ফাউলের শিকার ভিনিসিয়ুস শেষ পর্যন্ত মেজাজ হারিয়ে লাল কার্ডও দেখেন। আর তাঁর দল রিয়াল সেই ম্যাচটা হেরে যায় ১–০ গোলে। তবে রিয়ালের হার ছাপিয়ে ভিনিসিয়ুসের বর্ণবাদের শিকার হওয়াটাই বড় ঘটনা হয়ে গিয়েছিল সেদিন।

আরও পড়ুন

তিক্ত সেই স্মৃতি নিয়েই শনিবার রাতে আবার মেস্তায়ায় ফিরেছেন ভিনিসিয়ুস। জোড়া গোল করেই মেস্তেয়ায় প্রত্যাবর্তনকে স্মরণীয় করেছেন ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান। দলকে জেতাতে পারেননি, তবে ০–২ গোলে পিছিয়ে পড়া রিয়াল এবার যে ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ১ পয়েন্ট নিয়ে মাদ্রিদের ফিরতে পেরেছে ভিনিসিয়ুসের সৌজন্যেই।

ম্যাচের প্রথম ২৬ মিনিটে খেলছিল যেন শুধু একটি দল। আরে সেই দলটির নাম রিয়াল মাদ্রিদ। কিন্তু ২৭ থেকে ৩০—এই ৩ মিনিটের মধ্যে আচমকাই ২ গোল করে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। উগো দুরো ও রোমান ইয়ারেমচুকের করা দুই গোলেই অবদান ছিল রিয়ালের রক্ষণের।

প্রথম গোলের পর ভ্যালেন্সিয়ার খেলোয়াড়দের উল্লাস
এএফপি

নিজেদের অর্ধে বল হারানো রিয়াল প্রথম গোলটি খায় ভিনিসিয়ুস ঠিকঠাক বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায়। তিন মিনিট পর পর দানি কারভাহাল প্লেটে খাবার তুলে দেওয়ার মতো গোল বানিয়ে দিলেন প্রতিপক্ষের রোমান ইয়ারেমচুককে।

আরও পড়ুন

প্রথমার্ধের যোগ করা সময়ে সেই ভুলের ক্ষতিপূরণ দিলেন কারভাহাল। তাঁর পাস থেকেই  গোল করেন ভিনিসিয়ুস। রিয়াল সমতায় ফেরে ৭৬ মিনিটে। ব্রাহিম দিয়াজের দারুণ এক চিপ খুঁজে নেয় ভিনিসিয়ুসের মাথা। গোল করতে ভুল করেননি তিনি।

তবে ভিডিও অ্যাসিট্যান্ট রেফারি (ভিএআর) ভিনিসিয়ুস অফসাইড ছিলেন না নিশ্চিত করার পরই রেফারি চূড়ান্ত সংকেত দেন গোলের।

উত্তেজনা ছিল ম্যাচজুড়েই
এএফপি

ভিএআরকে ব্যস্ত হতে হয়েছে ম্যাচের যোগ করা সময়েও। উগো দুরো পড়ে গিয়েছিলেন রিয়ালের পেনাল্টি বক্সে। ফাউলের বাঁশি বাজিয়ে রেফারি সংকেত দিয়েছিলেন পেনাল্টির। ভিএআরে বাতিল হয়ে যায় সেই পেনাল্টি। বেঁচে যায় রিয়াল।

তবে বাঁচল কী শেষ পর্যন্ত। শেষের সেই নাটকের পর তো নিজেদের বঞ্চিত ভাবতেই পারে দলটি।

এই ড্রয়ের পরও ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রিয়াল। অন্যদিকে ২৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে আগের মতো নয়েই আছে ভ্যালেন্সিয়া।

আরও পড়ুন