গ্রিলিশের বাসা থেকে ১৪ কোটি টাকার স্বর্ণালংকার চুরি

ম্যানচেস্টার সিটির ইংলিশ উইঙ্গার জ্যাক গ্রিলিশএএফপি

সাম্প্রতিক সময়ে তারকা ফুটবলারদের বাসায় ডাকাতি যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শুধু ডাকাতিই নয়, অনেক সময় অস্ত্রের মুখে খেলোয়াড়দের পরিবারের সদস্যদের জিম্মি এবং আঘাত করে ঘটানো হচ্ছে এসব ডাকাতির ঘটনা। তেমন ভয়াবহ কিছু না হলেও, এবার চুরি হয়েছে ম্যানচেস্টার সিটির ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশের চেশায়ারের বাসায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, এভারটন–সিটি ম্যাচ চলাকালে ঘটেছে এই চুরির ঘটনা।

জানা গেছে, বুধবার রাতে এভারটনের বিপক্ষে সিটির ৩–১ গোলে জেতা ম্যাচটি গ্রিলিশের বাসায় বসে খেলা দেখছিলেন তাঁর পরিবারের সদস্যরা। বাসায় তখন গ্রিলিশের বাগ্‌দত্তা সাশা অ্যাটউড, মা–বাবা, দুই বোন এবং ভাই উপস্থিত ছিলেন। সে সময় আকস্মিকভাবে তাঁরা ওপরের তলায় হট্টগোল ও কুকুরের চিৎকার শুনতে পান।  
শব্দ শুনে আতঙ্কিত হয়ে তাঁরা ‘প্যানিক বাটন’ চাপ দেন। এরপর দ্রুত লুকিয়ে পড়েন।

আরও পড়ুন

খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং হেলিকপ্টার দিয়ে পুরো এলাকায় অভিযান চালায়। তবে পুলিশি তৎপরতা শুরুর আগেই ১ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা) স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় অপরাধীরা।

চুরির এ ঘটনা নিয়ে বর্তমানে তদন্ত করছে চেশায়ার পুলিশ। পুলিশের এক মুখপাত্র দ্য সানকে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি জানান, বুধবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে চুরির ঘটনায় পুলিশকে ডাকা হয়। ফোনে একাধিক জিনিসপত্র চুরির কথাও তখন জানানো হয়।

ম্যান সিটি তারকা গ্রিলিশ
ইনস্টাগ্রাম

পুলিশ ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েছে কিন্তু সন্দেহভাজন কাউকে খুঁজে পায়নি। যে কারণে কাউকে গ্রেপ্তারও করা হয়নি। তবে এ ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। পাশাপাশি চুরি নিয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর কথাও বলা হয়েছে।

আরও পড়ুন

এর আগে ডিসেম্বরের শুরুতে প্রিমিয়ার লিগ ক্লাব ওয়েস্ট হামের ডিফেন্ডার কুর্ট জুমার বাসায়ও ঘটেছিল চুরির ঘটনা। চোরেরা সে সময় জুমার বাসা থেকে নগদ এক লাখ পাউন্ড নিয়ে সটকে পড়ে।