মৌসুম শেষে বার্সা ছাড়ছেন না জাভি
ইউটার্ন নিলেন জাভি হার্নান্দেজ। গত জানুয়ারিতে চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি। তবে তিন মাস যেতে না যেতেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি—সংবাদ সংস্থা এএফপিকে এই খবর জানিয়েছে বার্সা। পূর্বের চুক্তি অনুযায়ী ২০২৫ সালে জুন পর্যন্ত বার্সাতেই থাকবেন জাভি।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা ও স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছেন জাভি। বিবিসি জানিয়েছে, লাপোর্তার বাড়িতে জাভির সঙ্গে আলোচনা হয়েছে তাদের, সেখানে ক্লাবের পক্ষ থেকে জাভিকে থেকে যেতে চাপ দেওয়া হয়েছে।
দিনবদলের আশা নিয়ে ২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন ক্লাব কিংবদন্তি জাভি। গত মৌসুমে ক্লাবকে এনে দিয়েছিলেন লিগ শিরোপাও। কিন্তু এ মৌসুমে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বার্সা। গত সপ্তাহে পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়ন লিগ থেকে ছিটকে গেছে তারা। লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে তাঁরা পিছিয়ে ১১ পয়েন্টে।
জানুয়ারিতে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারার পর দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি। তখন তাঁর কাছে মনে হয়েছিল, ক্লাবের কোনো সঠিক দিকনির্দেশনা নেই এবং এই চাকরিটিও বেশ নির্মম। জাভি বলেছিলেন, ‘এটা নির্মম চাকরি। আপনার সব সময় মনে হবে, আপনি মূল্য পাচ্ছেন না৷ দেখবেন, কীভাবে তারা (সংবাদমাধ্যম) আপনাকে শেষ করে দেয়। তারা আপনার সমালোচনা করে এবং সেটা আপনাকে আক্রান্ত করে। এটা সব বার্সা কোচের সঙ্গেই হয়ে থাকে। শেষ পর্যন্ত ক্লাব ছেড়ে যেতে হয়।’
বার্সার এই কিংবদন্তি আরও বলেছিলেন, ‘এই সিদ্ধান্ত দলকে এবং এখানকার পরিবেশকে হালকা করতে সাহায্য করবে। খেলোয়াড়েরা আবারও মুক্ত অনুভব করবে। অর্থের দ্বারা চালিত হয়ে আমি সিদ্ধান্ত নিই না। আমার চুক্তি কখনোই সমস্যা হয়ে দাঁড়াবে না। আমি হৃদয় দ্বারা চালিত হয়ে সিদ্ধান্ত নিই।’
জাভির ক্লাব ছাড়ার ঘোষণার পরই বার্সার পারফরম্যান্স কিছুটা উন্নতিও হয়েছিল। সর্বশেষ রিয়াল মাদ্রিদের কাছে হারার আগে লিগে টানা ১০ ম্যাচে অপরাজিত ছিল বার্সেলোনা। এএফপি জানিয়েছে, জাভির ঘোষণার পর সাবেক জার্মানি কোচ হ্যান্সি ফ্লিক ও ব্রাইটন কোচ রবার্তো ডি জারবিকে বিবেচনায় নিয়েছিল বার্সা।
তবে বার্সেলোনা বি দলের কোচ রাফায়েল মারকুয়েজের সঙ্গেই মূলত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল ক্লাবটির। বিবিসি জানিয়েছে, ২০২৪-২৫ মৌসুমে বার্সার পারফরম্যান্সের যদি উন্নতি না হয় তাহলে পেপ গার্দিওলা, লুইস এনরিকে, মিকেল আরতেতার মতো কোনো হাই প্রোফাইল কোচকে রাজি করানোর চেষ্টা করবে বার্সা।