গার্দিওলার সঙ্গে সমর্থকদের বাজে আচরণে জরিমানা রিয়ালের

এএফপি

সমর্থকদের বাজে আচরণের দায়ে রিয়াল মাদ্রিদকে ৩০ হাজার ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। পাশাপাশি সান্তিয়াগো বার্নাব্যুতে আংশিক গ্যালারি নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে, যা আপাতত স্থগিত থাকবে। দুই বছরের মধ্যে ঘটনার পুনরাবৃত্তি হলে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

উয়েফার শাস্তি বিষয়ক সংবাদবিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ না থাকলে এটি পেপ গার্দিওলার সঙ্গে আচরণের জেরে এসেছে জানিয়েছে ইউরোপীয় গণমাধ্যম। গত ২০ ফেব্রুয়ারি বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি।

রিয়াল মাদ্রিদের ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচটিতে সিটি কোচ গার্দিওলাকে উদ্দেশ্য করে কিছু স্লোগান দেন রিয়াল দর্শকদের একাংশ। যা সমকামিতা সংশ্লিষ্ট। এ ঘটনায় তদন্ত শেষে রায় দিয়েছে উয়েফার আপিল বোর্ড।

২০ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল দর্শকের অন্যতম লক্ষ্যবস্তু ছিলেন পেপ গার্দিওলা।
এএফপি

সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, উয়েফা শৃঙ্খলাবিধির ধারা ১৪.২ অনুসারে ‘সমর্থকদের বৈষম্যপূর্ণ আচরণের’ দায়ে রিয়াল মাদ্রিদ দোষী সাব্যস্ত হয়েছে। ৩০ হাজার ইউরোর পাশাপাশি গ্যালারিতে স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুই বছরের মধ্যে একই ধরনের ঘটনা আবার ঘটলে উয়েফা প্রতিযোগিতার পরবর্তী ম্যাচে বার্নাব্যুর অন্তত ৫০০ আসন দর্শকশূন্য রাখতে হবে।