বার্সেলোনায় কে কত বেতন পান
সাম্প্রতিক সময়ে বার্সেলোনার খেলোয়াড়দের বেতন নিয়ে কথা হয়েছে অনেক। লা লিগা এর আগে ক্লাবটির খেলোয়াড়দের বেতন কমানোর পরামর্শও দিয়েছিল। তা ছাড়া ক্লাবটিতে খেলোয়াড়দের মধ্যে বেতনের অসমতাও চোখে পড়ার মতো। বিশেষ করে শীর্ষ বেতনধারী খেলোয়াড় ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের সঙ্গে অন্য খেলোয়াড়দের পার্থক্য বিশাল।
ডি ইয়ং যেখানে একাই সপ্তাহপ্রতি ৬ লাখ ২০ হাজার ৪১৬ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার টাকা পান), সেখানে দ্বিতীয় স্থানে থাকা লেভানডফস্কির বেতন ৩ লাখ ৪৪ হাজার ৬২০ পাউন্ড (৪ কোটি ৭৪ লাখ ৭৭ হাজার টাকা)। এ তালিকায় ৩ নম্বরে থাকা আনসু ফাতি পান ৩ কোটি ১৭ লাখ ৯৬ হাজার টাকা। এই তিনজনের বাইরে শীর্ষ দশে আর কারা আছেন, একনজরে দেখে নেওয়া যাক।
বার্সেলোনায় সবচেয়ে বেশি বেতন যে ১০ জনের
ফ্রাঙ্ক কেসি—১,৪৮,৯০০ পাউন্ড
পেদ্রি—১,৫৫,১৮৭ পাউন্ড
গুন্দোয়ান—১,৬৫,১২১ পাউন্ড
ফেরান তোরেস—১,৬৫,৪৪৪ পাউন্ড
উসমান দেম্বেলে—১,৯৮,৫৩৩ পাউন্ড
রাফিনিয়া—২,০৬,৮০৫ পাউন্ড
জুলস কুন্দে—২,২৪,১৭৭ পাউন্ড
আনসু ফাতি—২,৩০,৭৯৫ পাউন্ড
রবার্ট লেভানডফস্কি—৩,৪৪,৬২০ পাউন্ড
ফ্রেঙ্কি ডি ইয়ং—৬,২০,৪১৬ পাউন্ড