প্রিমিয়ার লিগ অভিষেকেও গোল নুনিয়েজের, তবু ফুলহামে পয়েন্ট হারাল লিভারপুল
ফুলহাম ২: ২ লিভারপুল
‘ডারউইন নুনিয়েজ হ্যাজ অ্যারাইভড’—টেলিভিশন ধারাভাষ্যকার না বলে পারলেন না। উরুগুইয়ান স্ট্রাইকার যে ইংলিশ প্রিমিয়ার লিগ অভিষেকের ১৩ মিনিটের মাথায় ফ্লিক করে দারুণ এক গোল পেয়ে গেলেন। ৫১ মিনিটে মাঠে নামা নুনিয়েজের গোলেই যে পিছিয়ে পড়া লিভারপুল সমতা ফেরায় ফুলহামের বিপক্ষে। নুনিয়েজ গোল পেয়েছিলেন এফএ কমিউনিটি শিল্ডে লিভারপুলের হয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে অভিষেকেও।
সেদিন ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শিরোপা জিতলেও আজকের লিগ ম্যাচটা অবশ্য জিততে পারেনি নুনিয়েজের লিভারপুল। চ্যাম্পিয়নশিপ লিগ থেকে আরেকবার প্রিমিয়ার লিগে উঠে আসা ফুলহামের সঙ্গে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে গতবারের রানার্সআপরা।
নুনিয়েজ অবদান রেখেছেন লিভারপুলের দ্বিতীয় সমতাসূচক গোলেও। ৩২ মিনিটের পর ৭২ মিনিটেও গোল করে ক্রাভেন কটেজে দ্বিতীয়বার ফুলহামকে এগিয়ে নেন আলেক্সান্দার মিত্রোভিচ। ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডের কাঁধে প্রায় ভর করে লাফিয়ে উঠে হেডে প্রথম গোলটি করেছিলেন সার্বিয়ান স্ট্রাইকার। মিত্রোভিচের দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে, তাঁকেই ফাউল করেছিলেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।
ওই পেনাল্টি গোলের ১৬ মিনিট পর সমতা ফেরায় লিভারপুল। আলেকজান্ডার-আরনল্ডের ক্রসে ফুলহামের গোলের ঠিক সামনে খুঁজে পায় সাড়ে ৮ কোটি পাউন্ডে লিভারপুলের আসা নুনিয়েজকে। নুনিয়েজের পায়ে লেগে বলটা চলে আসে ডান পাশেই থাকা মোহাম্মদ সালাহর কাছে। টানা ষষ্ঠ মৌসুমে লিগের প্রথম ম্যাচে গোল পেতে মিসরীয় ফরোয়ার্ডকে শুধু একটু স্পর্শই দিতে হয়েছে বলে।