বাবাকে ম্যারাডোনার কথা মনে করিয়ে দিচ্ছেন ইয়ামাল

বার্সেলোনা তারকা লামিনে ইয়ামালের সঙ্গে তাঁর বাবা মৌনির নাসরাউয়িইয়ামালের ইনস্টাগ্রাম হ্যান্ডল

তুলনা ফুটবলে খুবই স্বাভাবিক একটা বিষয়। তরুণ কিংবা উদীয়মান কোনো ফুটবলার আলো ছড়ালেই তাঁকে তুলনা করা হয় কিংবদন্তিদের সঙ্গে। একসময় তাই প্রায় নিয়মিতই শোনা যেত নতুন পেলে বা নতুন ম্যারাডোনার গল্প। সেই তুলনার মূল্য অবশ্য খুব কম খেলোয়াড়ই দিতে পেরেছেন।

পেলে–ম্যারাডোনার পর উঠতি খেলোয়াড়দের এখন তুলনা করা হয় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। বার্সার তরুণ তুর্কি লামিনে ইয়ামালকেও যেমন তুলনা করা হচ্ছে মেসির সঙ্গে। মেসির মতো ইয়ামালও উঠে এসেছে বার্সার একাডেমি লা মাসিয়া থেকে। মাত্র ১৭ বছর বয়সে পায়ের জাদুতে নিয়মিত মুগ্ধতা ছড়িয়ে চলেছেন এই উইঙ্গার। গত জুলাইয়ে স্পেনের ইউরো জয়েও দারুণ ভূমিকা ছিল তাঁর।

আরও পড়ুন

নতুন মৌসুমে বার্সার জার্সিতেও আলো ছড়াচ্ছেন ইয়ামাল। এর মধ্যে ভেঙেছেন ছোট–বড় বেশ কিছু রেকর্ডও। প্রায় প্রতি ম্যাচেই মাঠে নেমে নিজেকে যেন নতুন করে চেনাচ্ছেন ইয়ামাল। ফলে মেসির সঙ্গে তুলনা যে একেবারে অমূলক নয়, সেই প্রমাণও দিচ্ছেন তিনি।

তবে এবার মেসি নন, ইয়ামালের মধ্যে আরেক আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ছায়া দেখার কথা বলেছেন তাঁর ঘনিষ্ঠ একজন। তিনি আর কেউ নন, ইয়ামালের বাবা মৌনির নাসরাউয়ি। ইনস্টাগ্রামে ইয়ামালের ছবি দিয়ে নাসরাউয়ি লিখেছেন, ‘দারুণ ছেলে, তুমি আমাকে কিংবদন্তি আরমান্দো ম্যারাডোনাকে মনে করিয়ে দিয়েছ।’

এর আগে ইয়ামালকে মেসির মতো হতে পরামর্শ দিয়েছিলেন বার্সা কোচ হানসি ফ্লিক। তিনি বলেছিলেন, ‘আমার মনে হয়, লামিনে (ইয়ামাল) তার বয়সের তুলনায় বেশ ভালো অবস্থানে আছে। যদিও এখনো অনেক উন্নতির সুযোগ আছে তার। তাকে প্রতিনিয়ত অনুশীলন করতে দেখাটা দারুণ ব্যাপার। এগিয়ে যেতে হলে তাকে অনেক পরিশ্রম করতে হবে।’