ফুটবলকে বিদায় বলে দিলেন বিশ্বকাপ ও ইউরো জেতা স্পেনের সাবেক প্লেমেকার

ফুটবলকে বিদায় বলে দিলেন স্পেনের সাবেক মিডফিল্ডার ডেভিড সিলভাছবি: রয়টার্স

রিয়াল সোসিয়েদাদের হয়ে আরও একটি মৌসুম খেলার প্রস্তুতি নিচ্ছিলেন। দলের হয়ে প্রাক্‌–মৌসুম প্রস্তুতিতে অনুশীলনও করছিলেন। কিন্তু এর মধ্যেই পড়েছেন লিগামেন্টের চোটে। এমনিতেই বয়স হয়ে গেছে ৩৭ বছর। এর ওপর আবার চোট। সব মিলিয়ে ফুটবলকে বিদায় বলে দিলেন স্পেনের সাবেক মিডফিল্ডার ডেভিড সিলভা।

২০০৮ থেকে ২০১২—স্পেনের দুটি ইউরো আর একটি বিশ্বকাপ জয়ের চক্র পূরণ করা দলের সদস্য ছিলেন সিলভা। স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জেতা মিডফিল্ডার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আগেই।

এবার সব ধরনের ফুটবল থেকে বিদায় নেওয়ার ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় দিলেন সিলভা। সেই ঘোষণায় তিনি বলেছেন, ‘আজ আমার জন্য কষ্টের একটি দিন।’

ডেভিড সিলভা যখন ম্যান সিটিতে ছিলেন
ছবি: এএফপি

এটুকু বলেই থামেননি সিলভা। তিনি এর সঙ্গে যোগ করেন, ‘আমার পুরো জীবন যার কাছে উৎসর্গ করেছি, আজ তাকে বিদায় বলার দিন। আজ আমার সতীর্থ, যারা আমার কাছে পরিবারের সদস্যদের মতো, তাদের বিদায় বলার দিন। আমি তোমাদের খুব মিস করব।

তাঁর সময়ের অন্যতম সেরা এই প্লেমেকার ক্যারিয়ারে প্রিমিয়ার লিগ ও লা লিগায় খেলেছেন। ২০০৪ সালে ভ্যালেন্সিয়ায় ক্যারিয়ার শুরু করা সিলভা ২০১০ সালে নাম লেখান প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে। সেখানে তিনি জিতেছেন ৪টি প্রিমিয়ার লিগ, ২টি এফএ কাপসহ ১৩টি শিরোপা

ভ্যালেন্সিয়ার হয়ে একটি কোপা দেল রে জেতা রিয়াল সোসিয়েদাদ দিয়ে আবার স্পেনের ফুটবলে ফেরেন ২০২০ সালে। সোসিয়েদাদে তিনি জেতেন একটি কোপা দেল রে।