‘বড়-ছোট’ কোনো পর্যায়েই আর্জেন্টিনার কাছে পাত্তা পাচ্ছে না ব্রাজিল
রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা, এসি মিলান-ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল...ক্লাব ফুটবলে এমন দ্বৈরথ অনেক আছে। প্রসঙ্গ যদি হয় আন্তর্জাতিক ফুটবল, তাহলে সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ নিঃসন্দেহে ব্রাজিল-আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী এখন পর্যন্ত আনুষ্ঠানিক ম্যাচে মুখোমুখি হয়েছে ১১০ বার। কিছুটা এগিয়ে ব্রাজিলই, ৪৩টি ম্যাচ জিতেছে পেলে-সক্রেটিস-রোনালদো-রোনালদিনিও-নেইমারদের ব্রাজিল। ম্যারাডোনা-মেসিদের আর্জেন্টিনা জিতেছে ৪১টি ম্যাচ। ২৬টি ম্যাচ ড্র হয়েছে।
কিন্তু বড় বা ছোটদের খেলা মিলিয়ে ২০২১ সাল থেকে হিসাবটা আর্জেন্টিনার পক্ষে একচেটিয়া। কোপা আমেরিকা, বিশ্বকাপ বাছাই, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, অলিম্পিক বাছাই—কোথাও যেন আর্জেন্টিনার কাছে পাত্তা পাচ্ছে না ব্রাজিল। লিওনেল মেসি-আনহেল দি মারিয়াদের আর্জেন্টিনা যেমন নেইমার-রদ্রিগোদের ব্রাজিলের ওপর ছড়ি ঘোরাচ্ছে, তেমনি বয়সভিত্তিক ফুটবলে এনদ্রিক-কেনেডিদের পেছনে ফেলছে এচেভেরি-আলমাদাদের আর্জেন্টিনার ছোটদের দল।
ব্রাজিলে ২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচটি যেন বেশি করে তাতিয়ে দিয়েছিল মেসি-দি মারিয়াদের। বেলো হরিজন্তের বিতর্কিত রেফারিংয়ের সেই ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ব্রাজিল। পরে পেরুকে ৩-১ গোলে হারিয়ে জেতে শিরোপা। ২০১৯-এর কোয়ার্টার ফাইনালের পর ব্রাজিল-আর্জেন্টিনার জাতীয় দল আবার মুখোমুখি হয় ২০২১ সালে। সেখান থেকেই প্রতিশোধ নেওয়া আর ব্রাজিলের ওপর আর্জেন্টিনার ছড়ি ঘোরানোর শুরু।
২০২১ কোপা আমেরিকা
২০২০ সালে করোনা মহামারির কারণে সেবারের কোপা আমেরিকা হয় পরের বছর। ভেন্যু বদলে টুর্নামেন্ট আয়োজন করা হয় ব্রাজিলে। সেই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। ১-০ গোলে সেই ফাইনাল জিতে ব্রাজিলিয়ানদের আরেকটি মারাকানাজো ‘উপহার’ দেন মেসিরা।
বাছাইপর্বের কলঙ্কিত সেই ম্যাচ
জুলাইয়ে কোপা আমেরিকা জয়ের পর ২০২১ সালেরই সেপ্টেম্বরে আবার ব্রাজিলের মুখোমুখি হয় আর্জেন্টিনা। এবার ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে। ব্রাজিলের মাটিতে সেই ম্যাচ পঞ্চম মিনিটে থেমে যাওয়ার পর আর মাঠে গড়ায়নি। ম্যাচের ৫ মিনিটের মাথায় মাঠে ঢুকে পড়েছিল ব্রাজিলের ন্যাশনাল হেলথ সার্ভিল্যান্স এজেন্সির লোকেরা। তাঁদের যুক্তি ছিল, আর্জেন্টিনা দল করোনার নিয়ম ভেঙেছে। ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনা দলের কয়েকজন খেলোয়াড় নাকি কোয়ারেন্টিন ছাড়াই মাঠে নেমেছিলেন। সেই ম্যাচটি পরে বাতিল ঘোষণা করেছিল ফিফা।
বিশ্বকাপ বাছাইপর্বে এরপর গোলশূন্য ড্র ও আর্জেন্টিনার জয়
২০২১ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরতে পারে ব্রাজিল। কিন্তু গত বছর ২০২৬ বিশ্বকাপের বাছাইর্বে মুখোমুখি হওয়া সবশেষ ম্যাচে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। এবারও ম্যাচটি হয়েছিল মারাকানায়। এ ম্যাচেও অনেক নাটক হয়েছে। ম্যাচ চলাকালে ব্রাজিলিয়ান পুলিশ আর্জেন্টিনার সমর্থকদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে। দুই দলের সমর্থকদের ঝামেলার জেরে মেসি তাঁর সতীর্থদের নিয়ে মাঠ থেকে ড্রেসিংরুমে চলে গিয়েছিলেন। পরে অবশ্য ম্যাচ আবার শুরু হয়।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
গত বছর ইন্দোনেশিয়ায় হওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই ম্যাচে ক্লদিও এচেভেরির হ্যাটট্রিকে ব্রাজিলকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা।
অলিম্পিক বাছাই
গতকাল ভেনেজুয়েলায় ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিকের মূলপর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। দুই দলের জন্যই ম্যাচটি ছিল মহাগুরুত্বপূর্ণ। হারলেই আর যাওয়া হবে না অলিম্পিকে। ম্যাচটিকে বলা হচ্ছিল অলিখিত ‘ফাইনাল’। সেই ফাইনাল জিতে ব্রাজিলের ওপর নিজেদের আধিপত্য ধরে রেখেছেন আর্জেন্টিনার যুবারা।