সপ্তাহে ৪ কোটি টাকা পারিশ্রমিকে ইউনাইটেডে নতুন চুক্তি রাশফোর্ডের
মার্কাস রাশফোর্ডের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। চুক্তি নবায়নের জন্য ইংল্যান্ড ফরোয়ার্ডের সঙ্গে আগেই থেকেই আলোচনা চালিয়ে আসছিল ইউনাইটেড। শেষ পর্যন্ত সেই চেষ্টায় সফল হয়েছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।
সাপ্তাহিক ৩ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৪ লাখ টাকা) পারিশ্রমিকে ইউনাইটেডে ৫ বছরের নতুন চুক্তি করেছেন রাশফোর্ড। ইউনাইটেডের ওয়েবসাইটে চুক্তির খবর নিশ্চিত করে বিবৃতিতে বলা হয়, ‘মার্কাস রাশফোর্ড নতুন চুক্তি করেছেন, এই চুক্তির অধীন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত থাকবেন।’
কোচ এরিক টেন হাগের অধীন ইউনাইটেডে গত মৌসুমে নিজের ফর্ম ফিরে পান রাশফোর্ড। ৫৬ ম্যাচে করেন ৩০ গোল। ২০১৬ সালে অভিষেকের পর শৈশবের ক্লাবে ৩৫৯ ম্যাচে ১২৩ গোল করেছেন রাশফোর্ড।
নতুন চুক্তির পর ইউনাইটেড তারকা বলেছেন, ‘৭ বছর বয়সে একটা স্বপ্ন নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলাম। সেই একই স্বপ্ন, একই তাড়না এখনো অনুভব করি এই ক্লাবের জার্সি পরে মাঠে নামলে। এরই মধ্যে অসাধারণ কিছু অভিজ্ঞতা হয়েছে এই ক্লাবে। তবে আরও অনেক কিছু অর্জনের বাকি আছে, সামনের বছরগুলোয় আরও শিরোপা জিততে চাই।’
২০২৮ পর্যন্ত ইউনাইটেডে থাকলে মোট ৭ কোটি ৮০ লাখ পাউন্ড আয় করবেন রাশফোর্ড। চেলসি থেকে ম্যাসন মাউন্টকে আনার পর ইন্টার মিলানের গোলকিপার আন্দ্রে ওনানাকেও দলে ভেড়ানো প্রায় নিশ্চিত করে ফেলেছে ইউনাইটেড। এখন রাশফোর্ডকেও ধরে রাখতে পারায় আনন্দিত হওয়ার কথা ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, রাশফোর্ডের সঙ্গে নতুন চুক্তি করতে প্রায় এক বছর ধরে চেষ্টা চালিয়ে গেছে ইউনাইটেড। এর মধ্যে তাঁর ভাই ও এজেন্ট ডোয়াইন মেইনার্ড পিএসজির সঙ্গেও যোগাযোগ করেছিলেন। ইউনাইটেডের একাডেমি থেকে উঠে আসা এ তারকা বর্তমান চুক্তির শেষ পর্যায়ে চলে এসেছিলেন এবং আগামী মৌসুম শেষেই ফ্রি এজেন্ট হয়ে যেতেন। ইউনাইটেডে তাঁর বর্তমান পারিশ্রমিক সপ্তাহে আড়াই লাখ পাউন্ড।
নতুন চুক্তিতে সপ্তাহে ৫০ হাজার পাউন্ড পারিশ্রমিক বাড়ায় ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়দের তালিকায় আরও উঁচুতে উঠে এলেন রাশফোর্ড। মেইল অনলাইন জানিয়েছে, তাঁর চেয়ে শুধু চেলসির রাহিম স্টার্লিং–ই বেশি বেতন পান।