লিগে দল না পাওয়া জামালকে নিয়ে বাংলাদেশ দল ঘোষণা
২২ আগস্ট শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদলে কোনো ক্লাব পাননি জামাল ভূঁইয়া। ঘরোয়া ফুটবলেই যাঁর কোনো দল নেই, তাঁকে কি জাতীয় দলে ডাকবেন কোচ হাভিয়ের কাবরেরা? এ প্রশ্ন ঘুরছিল দেশের ফুটবলাঙ্গনে। তবে ৫ ও ৮ সেপ্টেম্বর থিম্পুতে ভুটানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচের জন্য আজ ঘোষিত ১৪ জনের প্রাথমিক তালিকায় জামালকে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা।
ডেনমার্ক থেকে তাঁকে বিমানের টিকিট পাঠিয়ে ২৬ আগস্ট ঢাকায় আনা হচ্ছে। কাবরেরার প্রাথমিক দলে এই প্রথম একসঙ্গে ডাক পেয়েছেন দুই ভাই—মোহাম্মদ হোসেন সুজন (মোহামেডান) ও পাপ্পু হোসেন ( ব্রাদার্স)। দুজনই গোলকিপার। এ ছাড়া প্রথমবার ডাক পেয়েছেন ফর্টিস এফসির দিদারুল আলম।
এ তালিকায় বসুন্ধরা কিংসের খেলোয়াড় নেই। কিংস ঘরোয়া লিগের জন্য প্রস্তুতি শুরু করেছে। ফিফা প্রীতি ম্যাচ হওয়ার আগে এখনই তারা খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে ছাড়ার নিয়ম। তবে জানা গেছে, কিংসের খেলোয়াড়েরা সরাসরি ৩০ আগস্ট বাংলাদেশ দলের সঙ্গে বিমানবন্দরে যোগ দেবেন। নেপালে চলমান সাফ অনূর্ধ্ব-২০ দলের ওপরও চোখ রেখেছেন কোচ। দলটি ৩০ আগস্টের আগে দেশে ফিরে আসবে। ওই দল থেকে খেলোয়াড় নিলে তাঁরাও বিমানবন্দরে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন। ভুটানে যাবে ২৩ জনের চূড়ান্ত দল।
বাফুফে ভবনে কোচ হাভিয়ের কাবরেরা আজ সাংবাদিকদের জানিয়েছেন, ১৪ জন নিয়ে সোমবার বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে কিংস অ্যারেনায়। ২৯ আগস্ট চূড়ান্ত তালিকা দেওয়া হবে। বাংলাদেশ দলের আবাসিক ক্যাম্প হচ্ছে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে।
ভুটানের বিপক্ষে তাদেরই মাঠে ম্যাচ দুটি চ্যালেঞ্জিং হবে জানিয়ে কোচ বলেছেন, ‘আমরা ম্যাচ দুটি দেশে খেলতে চেয়েছি। কিন্তু সেটা হলো না। ভুটান আসবে না ঢাকায়। তাই আমাদের যেতে হচ্ছে। আমাদের লক্ষ্য র্যাঙ্কিং বাড়ানো। এটা খেলোয়াড়দের জন্য ভালো সুযোগও।’
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী এক দিন আগে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন। তাঁকে নভেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ দলের জার্সিতে খেলানোর চেষ্টা চলছে। এরই মধ্যে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে হামজার ব্যাপারে অনাপত্তিপত্র চেয়েছে বাফুফে। হামজা বাংলাদেশের হয়ে খেললে সেটি দারুণ ব্যাপারে হবে জানিয়ে কোচ কাবরেরা বলেন, ‘সে দলের জন্য দারুণ সংযোজন হবে। এটা শুধু তার খেলোয়াড়ি মানের জন্য নয়, মাঠে সে অনেক কিছু দিতে পারে। শীর্ষ মানের খেলোয়াড় সে। মাঠে বাইরেও নেতা হিসেবে সে দলকে সাহায্য করতে পারে।’
আংশিক দলে যাঁরা আছেন
গোলকিপার
মিতুল মারমা, মোহাম্মদ হোসেন সুজন, পাপ্পু হোসেন
ডিফেন্ডার
মেহেদি হাসান, রহমত মিয়া, ঈসা ফয়সাল, শাকিল হোসেন
মিডফিল্ডার
মোহাম্মদ হৃদয়, দিদারুল আলম , সৈয়দ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া, জাভেদ আহমেদ
ফরোয়ার্ড
শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ