ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ পাহেইরা ক্যানসারে আক্রান্ত
ক্যানসারে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের কিংবদন্তি কোচ কার্লোস আলবার্তো পাহেইরা। চার মাস ধরে হজকিন লিম্ফোমা (দ্রুত বর্ধনশীল ও আক্রমণাত্মক রক্তের ক্যানসার, যা প্রাপ্তবয়স্ক ও শিশু উভয়কেই প্রভাবিত করে) রোগের চিকিৎসা নিচ্ছেন ১৯৯৪ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো এই কোচ।
পাহেইরা লিম্ফোমা ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি তাঁর পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বিবৃতিতে পাহেইরাকে চার মাস ধরে কেমোথেরাপি দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। চিকিৎসায় তাঁর শরীর দারুণভাবে সাড়া দিচ্ছে বলেও জানানো হয়।
সিবিএফের বিবৃতিতে বলা হয়, ‘ব্রাজিলের চতুর্থ বিশ্বকাপজয়ী কোচের পরিবার এবং সামারিতানো হাসপাতালের চিকিৎসক দলের যাঁরা তার সঙ্গে আছেন, তাঁরা জানিয়েছেন, চিকিৎসার সঙ্গে পেরেইরার স্বাস্থ্য ইতিবাচকভাবে উন্নতি লাভ করছে।’
এ সময় যাঁরা পাহেইরার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং উদ্বেগ দেখিয়েছেন, তাঁদের ধন্যবাদও দেওয়া হয়েছে বিবৃতিতে। কনফেডারেশনের এ বিবৃতিতে আরও বলা হয়, ‘ব্রাজিলিয়ান সমর্থকদের পক্ষ থেকে সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ প্রফেসর পাহেইরা দ্রুত আরোগ্য কামনা করেছেন।’
কোচ হিসেবে কিংবদন্তি পাহেইরা ঘানার জাতীয় দল নিয়ে ১৯৬৭ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন। ১৯৭০ সালের বিশ্বকাপ জেতা ব্রাজিল দলে ফিটনেস কোচের দায়িত্ব পালন করেন পাহেইরা। এরপর ফ্লুমিনেন্স ও কুয়েত হয়ে তিনি প্রথমবারের মতো ব্রাজিল দলের দায়িত্ব নেন ১৯৮৩ সালে। প্রথম দফায় মাত্র ১৪ ম্যাচ কোচ হিসেবে ব্রাজিলের ডাগআউটে দাঁড়াতে পেরেছিলেন।
পাহেইরা দ্বিতীয় দফায় ব্রাজিলের দায়িত্ব নেন ১৯৯১ সালে। এ দফায় ব্রাজিলকে ২৪ বছর পর ১৯৯৪ সালে বিশ্বকাপও এনে দেন। এরপর তৃতীয়বারের মতো কোচ হন ২০০৩ সালে। তবে এ দফায় বিশ্বকাপে দলকে আর সাফল্য এনে দিতে পারেননি অভিজ্ঞ এই কোচ। ২০০৬ সালে বিশ্বকাপ ব্যর্থতার পর পদ ছাড়েন পাহেইরা। ব্রাজিল ছাড়াও তিনি ক্যারিয়ারে ১৫–এর বেশি দলের কোচিং করিয়েছেন। ২০১০ সালের জুনে আনুষ্ঠানিকভাবে কোচিং থেকে অবসরে যান।