হ্যাকাররা রিয়ালের ‘তুর্কি মেসি’কে পাঠিয়ে দিলেন জুভেন্টাসে

রিয়াল মাদ্রিদের ‘তুর্কি মেসি’ আরদা গুলেররয়টার্স

‘আরদা গুলেরকে জুভেন্টাসে স্বাগত। ফুটবলের উঠতি তারকা এখন জুভেন্টাস পরিবারের অংশ’—দলের অফিশিয়াল ইংলিশ ‘এক্স’ অ্যাকাউন্টে এমন পোস্ট দেখে অভিনন্দন জানিয়ে মন্তব্য না করে পারেননি জুভ সমর্থকেরা। ১৯ বছর বয়সী তুর্কি ফুটবলারকে কোন ক্লাবের সমর্থকেরাই বা দলে দেখতে চান না! তার ওপর ওই পোস্টে বিমানবন্দরে দাঁড়ানো ছবিও ছিল রিয়াল মাদ্রিদে খেলা মিডফিল্ডারের, সমর্থকেরা খুশি তো হবেনই।

কিছু সময় পরে সমর্থকের সেই আনন্দে জল ঢেলেছে জুভেন্টাসই। ইতালিয়ান ক্লাবটি ইতালিয়ান ভাষার ‘এক্স’ অ্যাকাউন্টে বিবৃতি দিয়ে জানায়, গুলেরের রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার খবরটা ভুয়া। তাদের ইংলিশ এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কেউ ভুয়া নিউজটি পোস্ট করেছিল।

আরও পড়ুন
২০২৩ সালে রিয়ালে যোগ দিয়েছেন আরদা গুলের
রয়টার্স

‘তুর্কি মেসি’ গুলের ২০২৩ সালের জুলাই মাসে ফেনেরবাচে থেকে যোগ দেন রিয়াল মাদ্রিদে। এরপর রিয়ালের হয়ে ২৩টি ম্যাচ খেলেছেন গুলের। তুরস্কের হয়ে ২০২৪ ইউরোও খেলেছেন এই মিডফিল্ডার। জর্জিয়ার বিপক্ষে লক্ষ্যভেদ করে ইউরো অভিষেকে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডও গড়েন গুলের।

আরও পড়ুন