রিয়ালের ‘কাণ্ডে’ ক্ষুব্ধ ভিনিসিয়ুস, দিয়েছিলেন না খেলার হুমকি
রিয়াল মাদ্রিদ বনাম ভিনিসিয়ুস জুনিয়র!
হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এ রকমই। সাম্প্রতিক এক ঘটনায় নিজ ক্লাব রিয়াল মাদ্রিদের বিরুদ্ধেই ‘অবস্থান’ নিয়েছিলেন ভিনিসিয়ুস। লা লিগায় ২ মার্চ ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২–২ গোলে ড্র করে রিয়াল। যে ম্যাচে রিয়ালের হয়ে জোড়া গোল করেছিলেন ভিনিসিয়ুস। সেদিন ভ্যালেন্সিয়া ম্যাচের আগে মাঠের বাইরে আরেকটি ‘ম্যাচ’ও খেলতে হয়েছে রিয়াল ও ভিনিসিয়ুসকে। সেটা নিজেদের মধ্যেই। শেষ পর্যন্ত রিয়ালের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসে অ্যাঞ্জেল সানচেজের হস্তক্ষেপে শেষ হয় উত্তপ্ত হয়ে যাওয়া ম্যাচটি।
ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়ালের একটি পোস্টকে ঘিরে। ভ্যালেন্সিয়া ম্যাচের আগে ভিনিসিয়ুসের একটি ছবি পোস্ট করা হয় রিয়ালের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ছবিতে দেখা যায়, মাদ্রিদের ব্যাজে চুমু খাচ্ছেন ভিনিসিয়ুস।
কিন্তু ছবিটির নিচের অংশেই ইসরাইলি ডিজে জুটি ‘ভিনি ভিসি’–এর একটি স্টিকার জুড়ে দেওয়া হয়। আর এই স্টিকার নিয়েই বেঁধেছে বিপত্তি। স্টিকারটিতে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে বোঝানো হয়েছে মানুষের বিবর্তন। আর সেটি বানর থেকে মানুষ হয়ে ডিজেতে রূপান্তরিত হয়েছে—‘ভিনি ভিসি’–এর স্টিকারে গ্রাফিকসের মাধ্যমে ফুটে উঠেছে এটাই।
পোস্টটি ৩০ মিনিট পরই মুছে ফেলা হয়। কিন্তু ততক্ষণে সেটি দেখে ফেলেন ভিনিসিয়ুস। ব্রাজিল ফরোয়ার্ড এই নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন রিয়ালের নির্বাহীদের সঙ্গে। ইএসপিএনের প্রতিবেদক গুস্তাভো হফম্যানকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভিনিসিয়ুস এই পোস্টের ব্যাখ্যা দাবি করেন রিয়াল কর্তৃপক্ষের কাছে। এমনকি ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে না খেলার হুমকিও দেন। স্পেনের সংবাদমাধ্যম ‘রেলেভো’ দুই পক্ষের বাদানুবাদের খবর প্রথম প্রকাশ করে।
ভিনিসিয়ুস রাগান্বিত হওয়ার পর তাঁকে শান্ত করার চেষ্টা করেন রিয়ালের প্রধান নির্বাহী হোসে অ্যাঞ্জেল সানচেজ। ভিনির দাবি ছিল, এই মুহূর্তে তিনি বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করছেন। আর তখনই কিনা রিয়ালের সামাজিক যোগযোগমাধ্যমে এমন পোস্ট!
হোসে অ্যাঞ্জেল সানচেজ অবশ্য সেই পোস্টের ব্যাখ্যা দেন ভিনিকে এবং সূত্র জানিয়েছে এরপর শান্ত হন ব্রাজিল তারকা। ভিনির দাবি অনুযায়ী, যাঁরা এই পোস্ট করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার ক্ষেত্রে রিয়াল আরও সাবধান হবে—সানচেজ এমন প্রতিশ্রুতিও দেন তাঁকে।