মৌসুম বদলালেও আলোনসোর লেভারকুসেন বদলায়নি

বুন্দেসলিগার শুরুতেই ঘুরে দাঁড়ানো এক জয় পেয়েছে লেভারকুসেনএএফপি

মৌসুম পাল্টেছে, কিন্তু পাল্টায়নি বায়ার লেভারকুসেন। গত মৌসুমে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতাকে অভ্যাসে পরিণত করা দলটি এবারও মৌসুম শুরু করেছে একইভাবে। জার্মান সুপার কাপ ফাইনালে শেষ মুহূর্তে গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার পর এবার বুন্দেসলিগার শুরুতেও একইভাবে জয় পেয়েছে জাবি আলোনসোর দল।

বরুসিয়া মনশেনগ্লাডবাখের মাঠে তখন চলছিল যোগ করা সময়ের ১১তম মিনিটের খেলা। ম্যাচ তখন ২–২ গোলের সমতায়। ঠিক তখনই পেনাল্টি পেয়ে যায় লেভারকুসেন। আর পেনাল্টিতে দেখা মিলেছে নাটকের। ফ্লোরিয়ান রিটজের শট ঠেকিয়ে দেন মনেশনগ্লাডবাখের গোলরক্ষক জোনাস অমলিন। যদিও দৌড়ে গিয়ে ফিরতি শটে ঠিকই বল জালে জড়ান রিটজ। তাতে শেষ মুহূর্তে লেভারকুসেন পেয়ে যায় ৩–২ গোলের নাটকীয় এক জয়।

আরও পড়ুন

প্রতিপক্ষের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেনের শুরুটা ছিল দুর্দান্ত। ১২ মিনিটে বক্সের বেশ বাইরে থেকে অবিশ্বাস্য এক শটে গোল করে দলকে এগিয়ে দেন গ্রানিত জাকা। এরপর আক্রমণের ধারা অব্যাহত রেখে ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিটজ। তবে ম্যাচের দৃশ্যপট বদলে যায় বিরতির পর। ৫৯ মিনিটে নিকো এলভেদির গোলে ব্যবধান ২–১ করে মনশেনগ্লাডবাখ। আর ৮৫ মিনিটে ম্যাচে সমতা ফেরান টিম ক্লেইনদেনস্ত।

তবে শেষ পর্যন্ত এই সমতা ধরে রাখতে পারেনি মনশেনগ্লাডবাখ। ঘুরে দাঁড়িয়ে ঠিকই জয় আদায় করে নেয় লেভারকুসেন। জয় পেতে কষ্ট হলেও লেভারকুসেন ম্যাচজুড়ে ভালোই দাপট দেখিয়েছে। ৫৮ শতাংশ বলের দখল রেখে ২৫টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রেখেছে তারা। অন্যদিকে মনশেনগ্লাডবাখ ১৪ শট নিয়ে লক্ষ্যে রেখেছে ৭টি।

জাবি আলোনসোর জাদু এখনো চলছে
এএফপি

ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রিটজ বলেন, ‘আমরা কিছুটা ভাগ্যবান ছিলাম। তবে আনন্দিত যে আমরা জিতেছি। আমরা নিজেদের জন্য কাজটা কঠিন করে ফেলেছিলাম। অনেক বিষয় আছে, যা নিয়ে আমাদের কাজ করতে হবে। তবে তিন পাওয়ায় আমি খুশি হতে পারি।’

আরও পড়ুন

গত মৌসুমে সবাইকে চমকে দিয়ে অপরাজিত থেকে লিগ জিতেছিল লেভারকুসেন। মৌসুমজুড়ে উপহার দিয়েছিল অবিশ্বাস্য ফুটবল। সেই মানসিকতা ধরে রেখেই এবারের মৌসুম শুরু করেছে দলটি। লিগের প্রথম ম্যাচে নিজেদের পারফরম্যান্স নিয়ে জাকা বলেন, ‘আমরা প্রথমার্ধে দাপটের সঙ্গে শুরু করি। আমরা বিরতির সময় বলেছিলাম, ওদের আমরা ম্যাচে ফিরতে দিতে চাই না। তবে তারা ফিরে আসে, কিন্তু এরপর আমরা দারুণ মানসিক শক্তি প্রদর্শন করেছি। প্রতিপক্ষের মাঠে কঠিন এক ম্যাচ থেকে আমরা তিন পয়েন্ট নিয়ে লেভারকুসেনে ফিরব।’