চিলিকে হারিয়েও বদলায়নি ব্রাজিলের ‘সবচেয়ে বাজে’ পরিসংখ্যান

চিলির বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকা খেলোয়াড়েরারয়টার্স

ব্রাজিলের ফুটবল নিজেদের ইতিহাসের অন্যতম বাজে সময় পার করছে। বিশেষ করে ২০২২ বিশ্বকাপে ব্যর্থতার পর থেকে একেবারেই ভেঙে পড়েছে দলটি। কোচ নিয়ে জটিলতার পাশাপাশি মাঠের পারফরম্যান্সেও দেখা মিলছে হতাশার। দরিভাল জুনিয়র স্থায়ী কোচ হিসেবে দায়িত্ব নিয়ে শুরুতে সাফল্য পেলেও কোপা আমেরিকায় ব্যর্থতা তুলে দিয়েছে প্রশ্নবোধক চিহ্ন।

দলকে এখনো পুরোপুরি গড়ে তুলতে পারেননি এই কোচ। এক ম্যাচে ভালো করলে, পরের ম্যাচে বাজেভাবে হেরে যাচ্ছে। পরিসংখ্যানও ব্রাজিলের ব্যর্থতার সাক্ষী দিচ্ছে। এমনকি চিলির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে পাওয়া ২-১ ব্যবধানের জয়ও সেই হতশ্রী পরিসংখ্যান বদলাতে পারছে না।

বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম রাউন্ড (১৮ ম্যাচের মধ্যে ৯ ম্যাচ) শেষে ব্রাজিলের পয়েন্ট এখন ১৩। যা কি না এই ফরম্যাটের বাছাইপর্বে অর্ধেক পথ পেরিয়ে ব্রাজিলের সবচেয়ে কম পয়েন্ট। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র করা এই হিসাবে অবশ্য ১৮ ম্যাচে যে বাছাইপর্বগুলো অনুষ্ঠিত হয়েছে, সেগুলোকেই বিবেচনায় নেওয়া হয়েছে। যেখানে দেখা গেছে প্রথম রাউন্ড শেষে এবারের মতো খারাপ ফল ব্রাজিল এর আগে কখনোই করেনি।

আরও পড়ুন

দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১৮ ম্যাচের বিশ্বকাপ বাছাই অধ্যায় শুরু হয়েছে ২০০২ বিশ্বকাপ দিয়ে। এই আসরেও বাছাইপর্বে সংগ্রাম করতে দেখা গিয়েছিল ব্রাজিলকে। কিন্তু সেবার অর্ধেক পথ পেরিয়ে ব্রাজিলের পয়েন্ট ছিল ১৭। পরের বিশ্বকাপ অর্থাৎ ২০০৬ সালের বাছাইপর্বের ৯ ম্যাচ শেষে ব্রাজিল পেয়েছিল ১৯ পয়েন্ট। এবারের আগে ২০১০ বিশ্বকাপের বাছাইয়ে সবচেয়ে কম পয়েন্ট পেয়েছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেবার ৯ ম্যাচ শেষে পেয়েছিল ১৬ পয়েন্ট।

ব্রাজিলের কোচ দরিভাল
রয়টার্স

২০১৪ বিশ্বকাপে অবশ্য ব্রাজিলকে বাছাইপর্ব খেলতে হয়নি। সেবার আয়োজক হিসেবেই খেলার যোগ্যতা অর্জন করেছিল দলটি। এরপর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের বাছাইয়ে ৯ ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট ছিল যথাক্রমে ১৮ ও ২২। আর সব শেষে এবার ব্রাজিল পেয়েছে মাত্র ১৩ পয়েন্ট। আর এই পয়েন্ট নিয়ে দলটির অবস্থান এখন তালিকার চারে।

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপে আগের ৩২ দলের পরিবর্তে অংশ নেবে ৪৮ দল। যেখানে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ খেলবে ৬ দল এবং একটি দলকে প্লে-অফ জিতে আসতে হবে। আগে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা পেত ৪ দল। সেই নিয়ম বলবৎ থাকলে ব্রাজিলকে এখন বিশ্বকাপ না খেলার শঙ্কা নিয়েও দিন কাটাতে হতো। নিয়ম বদলানোয় সেই ঝুঁকি অনেকটা কেটেছে।

বাছাইয়ের প্রথম রাউন্ডে ব্রাজিলের পারফরম্যান্স

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব-১৩ পয়েন্ট

২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব-২২ পয়েন্ট*

২০১৮ বিশ্বকাপ বাছাইপর্ব-১৮ পয়েন্ট

২০১০ বিশ্বকাপ বাছাইপর্ব-১৬ পয়েন্ট

২০০৬ বিশ্বকাপ বাছাইপর্ব-১৯ পয়েন্ট

২০০২ বিশ্বকাপ বাছাইপর্ব-১৭ পয়েন্ট

* ম্যাচ বাতিল হওয়ায় সেবার ব্রাজিল-আর্জেন্টিনা একটি করে ম্যাচ কম খেলেছে।