আর্জেন্টিনা-ব্রাজিল: প্রতিপক্ষের জালে ৪ গোল এর আগে কতবার

বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি আর্জেন্টিনা ও ব্রাজিলএএফপি

সাল ১৯৬৪। প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল ও ইংল্যান্ডকে নিয়ে চার জাতির এক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। সিবিএফের উদ্‌যাপনকে মাটি করে তাসা দোস নাসোয়েস বা ছোট বিশ্বকাপ নামের সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে যায় আর্জেন্টিনা।

৬১ বছর পর সেই টুর্নামেন্টের প্রসঙ্গ হঠাৎ করেই আসেনি। বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ব্রাজিলকে হারাতেই নতুন করে আলো পড়েছে তাসা দোস নাসোয়েসের ওপর। এবারের আগে সেই টুর্নামেন্টেই যে ব্রাজিলের বিপক্ষে ৩ গোলের ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা।

৬১ বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে হারালেও মাঝে আরও একবার ব্রাজিলের জালে ৪ গোল দিয়েছিল আর্জেন্টিনা। সেটি ২০১২ সালে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে রীতিমতো গোল-উৎসবই হয়েছিল। লিওনেল মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনা জিতেছিল ৪-৩ গোলে।

ব্রাজিল সর্বশেষ আর্জেন্টিনার জালে ৪ গোল দিয়েছে ২০০৫ সালে। জার্মানির ফ্রাঙ্কফুর্টে কনফেডারেশন কাপের ফাইনালে প্রতিবেশীদের ৪-১ গোলে হারিয়েই শিরোপা-উৎসব করেছিল ব্রাজিল।

২০১২ সালে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিকের পর আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি
এএফপি

২০০৫, ২০১২, ২০২৫—একুশ শতকে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে প্রতিপক্ষের জালে ৪ বা এর বেশি গোল দেওয়ার ঘটনা এই তিনটিই। তবে দুই দলের ১১১ বছর ও ১১২ ম্যাচের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসে এক দলের কমপক্ষে ৪ গোল করার উদাহরণ একেবারে কম নয়। এমন ম্যাচের সংখ্যা ১৭। যার প্রথমটি ১৯১৭ সালের ঘটনা। কোপা আমেরিকার দ্বিতীয় আসরে ব্রাজিলকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা।

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে ৫ গোল করা প্রথম দলও আর্জেন্টিনা। ১৯১৪ থেকে ১৯৭৬ পর্যন্ত রোকা কাপ নামের ট্রফির জন্য অনিয়মিতভাবে মুখোমুখি হতো দুই দল। ১৯৩৯ সালে রিও ডি জেনিরোতে সেই রোকা কাপে ব্রাজিলকে ৫-১ গোলে হারায় আর্জেন্টিনা।

আরও পড়ুন

প্রতিপক্ষের জালে ৬ গোল দেওয়া প্রথম দলটির নামও আর্জেন্টিনা। ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারায় আর্জেন্টিনা। আর্জেন্টিনা-ব্রাজিল ক্লাসিকোতে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড হিসেবে এখনো টিকে আছে এটি। পাঁচ বছর পর আরেকটি রোকা কাপে আর্জেন্টিনাকে ৬ গোল দিয়ে প্রতিশোধ নেয়। তবে সেই ম্যাচে আর্জেন্টিনা দিয়েছিল ২ গোল।

২০০৫ কনফেডারেশন কাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের চতুর্থ গোলটি করছেন আদ্রিয়ানো
এএফপি

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে এক দলের ৫ গোল দেওয়ার ঘটনা চারটি। ৬ গোলের মতো এখানেও সমতা। দুই দলই দুবার করে প্রতিপক্ষের জালে ৫ গোল করে দিয়েছে।
প্রতিপক্ষের জালে ৪ গোলের ঘটনা ১১টি। এখানে পরিষ্কার ৭-৪ ব্যবধানে এগিয়ে আর্জেন্টাইনরা। সব মিলিয়ে ৪ বা ততোধিক গোলের এই রেকর্ডে ১০-৭ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা।

আরও পড়ুন

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ (এক দলের কমপক্ষে ৪ গোল)

আরও পড়ুন