২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

লেভার প্রশংসা করতে গিয়ে জাভি—‘আমি প্রেমে পড়ে গেছি!’

বার্সেলোনার হয়ে কাল চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক করেছেন রবার্ট লেভানডফস্কিছবি: এএফপি

বরুসিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্ন মিউনিখ, বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনা—ঠিকানা বদল হলেও বদলে যাননি রবার্ট লেভানডফস্কি। গোল তিনি পেয়েই যাচ্ছেন। বরুসিয়া ডর্টমুন্ডে যেমন একের পর এক গোল করে গেছেন, বায়ার্নে নাম লেখানোর পর ঠিক সেভাবেই গোলের আনন্দ এনে দিয়েছেন সমর্থকদের। পোলিশ স্ট্রাইকার এখন বার্সেলোনার গোলমেশিন।

লা লিগা থেকে চ্যাম্পিয়নস লিগ—বার্সার জার্সিতে শুরু থেকেই গোলের বন্যা বইয়ে দিচ্ছেন লেভা। কাল এ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা তাদের প্রথম ম্যাচে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে ভিক্তোরিয়া প্লজেনকে। এটা তারা করতে পেরেছে লেভানডফস্কির হ্যাটট্রিকের কারণেই।

আরও পড়ুন
বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি
ছবি: এএফপি

বার্সেলোনায় নাম লেখানোর পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫ ম্যাচ খেলে ৮ গোল করেছেন লেভানডফস্কি। চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে ৩ গোল আর লা লিগায় ৪ ম্যাচ খেলে ৫ গোল। কাল প্লজেনের বিপক্ষে হ্যাটট্রিকে একটি রেকর্ডও গড়ে ফেলেছেন লেভা—প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক করলেন তিনি।

এমন একজন খেলোয়াড়ের প্রশংসা করতে গিয়ে কী বিশেষণ দিতে পারে কেউ! বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ হয়তো কোনো উপমাই খুঁজে পাচ্ছিলেন না। তাই তো লেভার প্রশংসা করতে গিয়ে এক বাক্যে বলে দিলেন—‘আমি লেভার প্রেমে পড়ে গেছি!’

আরও পড়ুন
বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ
ছবি: এএফপি

এর আগে লেভা লা লিগায় একের পর এক গোল করে যাওয়ার পর জাভি বলেছিলেন—লেভানডফস্কি এমন একজন খেলোয়াড়, যিনি কিনা সতীর্থদের জন্য সব সময়ই সমাধানের অপর নাম। সেই ডুর্টমুন্ডে খেলার সময় থেকেই লেভাকে অনেকেই ডাকতে শুরু করেন গোলমেশিন হিসেবে।

জাভি অবশ্য শুধু লেভার গোল করা নিয়েই মুগ্ধ নন, লেভা যেভাবে খেলছেন, সেটাও খুব ভালো লেগেছে বার্সেলোনা কোচের। সব মিলিয়ে প্লজেনের বিপক্ষে ম্যাচ শেষে জাভি বলেছেন, ‘লেভা হ্যাটট্রিক করেছে। কিন্তু সে শুধু নিজেই খেলে না, দলকেও খেলায়। সে তৃতীয় ব্যক্তিকেও জানে এবং কোথায় ফাঁকা হবে সেটা খুব ভালোভাবে বুঝতে পারে। আমি তার প্রেমে পড়ে গেছি। দুর্দান্ত এক চুক্তি করেছি আমরা।’

খেলোয়াড় হিসেবে বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন জাভি, লা লিগা জিতেছেন ৮টি। সাবেক দলের হয়ে কোচ হিসেবেও নিশ্চয়ই লা লিগা আর চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন দেখছেন জাভি। লেভানডফস্কির এই পারফরম্যান্স তাঁর স্বপ্নে বাড়তি রং চড়িয়ে দেওয়ারই কথা!

আরও পড়ুন