কলম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে একাদশে পরিবর্তন আনবেন আর্জেন্টিনার কোচ স্কালোনি

ব্যস্ত সময়ই কাটছে আর্জেন্টিনা দলের। বুয়েনস এইরেসের সময় রোববার সকালে অনুশীলন করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা, দুপুরে ছিল কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলন। সেটার পর সন্ধ্যায় বুয়েনস এইরেস থেকে কলম্বিয়ার বারানকিয়ার বিমান ধরেছে স্কালোনির দল। কলম্বিয়ার সময় রোববার রাত সাড়ে আটটার দিকে বারানকিয়ায় পৌঁছার পর সেখান থেকে ২২ কিলোমিটার দূরের এক হোটেলে আপাতত আর্জেন্টিনা দলের অবস্থান। বাংলাদেশ সময় আগামীকাল রাত আড়াইটায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে পরের ম্যাচটা খেলবে আর্জেন্টিনা, যে ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক কলম্বিয়া।

মায়ামিতে কোপা আমেরিকার ফাইনালের ৫৮ দিন পর আরও একবার মুখোমুখি হচ্ছে দুই দল। সেই ম্যাচটা ১-০ গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতো কোপার ট্রফি পেয়েছিলেন লিওনেল মেসিরা। এবারও নিশ্চয়ই জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না আর্জেন্টিনার কোচ স্কালোনি।

কোপার সেই ফাইনালেই চোট পাওয়ার পর মেসি জাতীয় দলের বাইরে। কবে মাঠে ফিরবেন, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনো। সেই ফাইনাল দিয়েই আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিয়েছেন আরেক কিংবদন্তি আনহেল দি মারিয়া। দুই অভিজ্ঞ খেলোয়াড়কে ছাড়াই গত সপ্তাহে চিলির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা

দলের সঙ্গে অনুশীলন করলেও সংশয় আছে ম্যাক অ্যালিস্টারকে নিয়ে
এএফএ

ওই ম্যাচে গোল করেছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালা। তবে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ সেই ম্যাচেই হালকা চোট পেয়ে বদলি হয়ে যাওয়া ম্যাক অ্যালিস্টার এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। দলের সঙ্গে কলম্বিয়া গেলেও আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে তাঁর খেলা অনিশ্চিত।

আরও পড়ুন

চোটের সমস্যা আছে জুভেন্টাস উইঙ্গার নিকোলাস গঞ্জালেসেরও। ম্যাক অ্যালিস্টার বুয়েনস এইরেসে দলের সঙ্গে হালকা অনুশীলন করলেও গঞ্জালেস অনুশীলন করেছেন আলাদা। চিলির বিপক্ষে একাদশে থাকা এই দুই খেলোয়াড় কলম্বিয়ার বিপক্ষে খেলবেন কি না, এ নিয়ে সংবাদ সম্মেলনে নিশ্চিত কিছু বলতে পারেননি স্কালোনি, ‘আমরা এখনো একাদশ কী রকম হবে, সেটা ঠিক করিনি। তবে নিশ্চিতভাবেই কিছু পরিবর্তন আসবে।’

অনুশীলনে হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ
এএফএ


শেষ পর্যন্ত যদি গঞ্জালেস ও ম্যাক অ্যালিস্টার দুজনই খেলতে না পারেন, সে ক্ষেত্রে স্কালোনির জন্য বিকল্প হতে পারেন লিয়ান্দ্রো পারেদেস ও জিওভান্নি লো সেলসো। আক্রমণভাবে লাওতারো মার্তিনেজ বা হুলিয়ান আলভারেজের মধ্যে যদি কাউকে বিশ্রাম দিতে চান স্কালোনি, সে ক্ষেত্রে একাদশে চলে আসবেন চিলির বিপক্ষে বদলি নেমে গোল করা দিবালা।

আরও পড়ুন