এক সপ্তাহ আগের ঘটনারই পুনরাবৃত্তি দেখল লা লিগা। গত সপ্তাহে বার্সেলোনাকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল আতলেতিকো মাদ্রিদ। আড়াই ঘণ্টা পরেই অবশ্য আবারও শীর্ষে পেলে বার্সা। গতকাল আবার আতলেতিকো পেছনে ফেলেছিল বার্সাকে। আজ রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়ে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আবারও শীর্ষে ফিরেছে বার্সা।
বার্সা আজ ১৭ মিনিটের মধ্যে প্রতিপক্ষের ১০ জনের হয়ে পড়ার পুরো সুবিধা নিয়েছে। আরিৎজ এলুসতোন্দো লাল কার্ড দেখার ৮ মিনিট পর জেরার্দ মার্তিনের গোলে এগিয়ে যায় কাতালান পরাশক্তিরা। ৪ মিনিট পর মার্ক কাসাদোর গোল ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা।
হান্সি ফ্লিকের দল শেষ দুটি গোলও পেয়েছে ৪ মিনিটের ব্যবধানে। ৫৬ মিনিটে রোনাল্দ আরাউহো ৩-০ করার পর ৬০ মিনিটে চতুর্থ গোলটি করেন রবার্ট লেভানডফস্কি।
বড় ব্যবধানে জিতলেও ম্যাচের শুরুটা ভালো ছিল না বার্সার। সোসিয়েদাদের সের্হিও গোমেজ জালে একবার বল জড়িয়েছিলেনও। তবে অফসাইডে কারণে বাতিল হয়ে যায় সেই গোল। ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে যায় ১৭ মিনিটে। ধাবমান দানি ওলমোকে পেছনে থেকে টেনে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন এলুসতোন্দো।
২৬ ম্যাচে ১৮তম জয় পাওয়া বার্সেলোনার পয়েন্ট ৫৭। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো। ৫৪ পয়েন্ট নিয়ে তিনে গতকাল বেতিসের কাছে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদ।