মেসির সতীর্থদের আইফোন দেওয়ার বিষয়টি তাহলে সত্যি নয়?
লিওনেল মেসি তাঁর আর্জেন্টিনা দলের বিশ্বকাপজয়ী সতীর্থদের সবাইকে সোনার প্রলেপ দেওয়া বিশেষ মডেলের আইফোন ১৪ মুঠোফোন উপহার দেবেন—এটা অনেক বড় খবরই। এমন একটি খবর আর্জেন্টিনার দু–একটি সংবাদমাধ্যম দেওয়ার পর ছড়িয়ে পরে পুরো বিশ্বে।
বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে ফলাও করে ছাপা হয় খবরটি। এর মধ্যেই আবার আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে খবর দিয়েছে, এটা মেসির ঘনিষ্ট এক ব্যবসায়ী বেঞ্জামিন লিওনের নিজের প্রচার করে নেওয়ার একটা চালাকি!
মেসির সঙ্গে অনেক দিনের সম্পর্ক বেঞ্জামিনের। গত বছরের মাঝামাঝি সময়ে মেসিকে বিশেষ আইফোন উপহার দিয়েছিলেন তিনি। সেই আইফোনের কাভারের পেছনে লেখা ছিল—মেসি ১০। এবার মেসি ফিফা দ্য বেস্ট পুরস্কার জেতার পর তাঁর সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাদ্যমে পোস্ট করেন বেঞ্জামিন।
এ ছবি পোস্ট করার পরই মেসির তাঁর সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া আইফোন দেওয়ার খবর ভাইরাল হয়। বেঞ্জামিন আবার এও বলেন যে মেসি তাঁকে অনুরোধ করেছেন তাঁর সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া আইফোন দেওয়ার জন্য।
ওলে এ খবরটির শেষ দিকে লিখেছে, আসলে মেসি বা তাঁর সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া আইফোন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। উল্টো বেঞ্জামিন ভাইরাল হয়ে গেছেন!