মেসি খেলবেন না বলে বিনা মূল্যে টিকিট
ইন্টার মায়ামির ম্যাচ দেখা যাবে বিনা মূল্যে—এটুকু শুনে খুশি হবেন যে কেউই।
ইন্টার মায়ামি মানে লিওনেল মেসির ম্যাচ। আর মেসির ম্যাচে টিকিট পাওয়াটাই যেখানে সংগ্রামের ব্যাপার, সেখানে বিনা মূল্যে টিকিট পাওয়া তো বিস্ময়কর ঘটনাই! আর বিস্ময়কর সেই ঘটনা ঘটতে চলেছে মায়ামির পরবর্তী ম্যাচে। তবে বড় একটা ‘কিন্তু’ আছে এখানে। মায়ামি খেলবে ঠিকই, মেসি খেলবেন না। আর মেসি খেলবেন না বলেই দর্শকের জন্য টিকিট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায়। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটি অনুষ্ঠিত হবে হিউস্টন ডিনামোর মাঠ শেল এনার্জি স্টেডিয়ামে। মেসির খেলা দেখার জন্য হিউস্টনের অনেক দর্শক আগেভাগেই টিকিট কিনে ফেলেন। তবে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো মেসিকে ম্যাচটি না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এক সপ্তাহের মধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলা মেসিকে সামনের ব্যস্ততা মাথায় রেখে হিউস্টনের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছে। খবরটি হিউস্টন দর্শকদের জন্য হতাশারই। কারণ, হিউস্টন ডিনামো ২০২৩ সালের সেপ্টেম্বরে সর্বশেষ যখন মায়ামির মুখোমুখি হয়, তখন মেসি ছিলেন না। চোটের কারণে মাঠের বাইরে ছিলেন।
আরও একবার নিজেদের মাঠে মেসির খেলা দেখতে বঞ্চিত হওয়া দর্শকের জন্য একটি ‘ক্ষতিপূরণ’ উদ্যোগ নিয়েছে হিউস্টন ডিনামো। যেসব দর্শক মায়ামির বিপক্ষে এবারের ম্যাচটির জন্য টিকিট কিনেছেন, তাঁরা ডিনামোর পরের যেকোনো ম্যাচে সৌজন্য টিকিট পাবেন। অর্থাৎ মেসি না খেলায় একটি ম্যাচের টিকিট ফ্রি দেওয়া হবে।
এর কারণ উল্লেখ করতে গিয়ে ডিনামোর বিবৃতিতে লেখা হয়, ‘সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে ফরোয়ার্ড লিওনেল মেসি নেই। তিনি হিউস্টনে আসছেন না। দুর্ভাগ্যজনকভাবে, প্রতিপক্ষ দলে কে খেলবে, সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই।’
হিউস্টনের পর ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ শুক্রবার, কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ শেষ ষোলোর ম্যাচটিতে মায়ামির প্রতিপক্ষ জ্যামাইকান ক্লাব ক্যাবালিয়ার এসসি।